Sylhet Today 24 PRINT

সিলেটে করোনা শনাক্তের হার কমছে, কমেছে মৃত্যুও

নিজস্ব প্রতিবেদক  |  ০৫ ফেব্রুয়ারী, ২০২১

সিলেট বিভাগে কমছে করোনা শনাক্তের হার। গত ২৪ ঘন্টায় বিভাগে করোনা শনাক্ত হয়েছে ১২ জনের। কমছে মৃত্যুর হারও। ২৪ ঘন্টায় সিলেট বিভাগে নতুন করে কেউ করোনায় মারা যাননি। বিভাগে পর্যন্ত করোনায় মারা গেছেন ২৭৫ জন। আর ২৪ ঘন্টায় ২৬ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠেছেন।

শুক্রবার  (৫ ফেব্রুয়ারি) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া সাক্ষরিত এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সিলেটে আরও ১২জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। শনাক্তদের মধ্যে সিলেট জেলার ৫জন, সুনামগঞ্জে ১জন, হবিগঞ্জে ১জন ও মৌলভীবাজারে আরও ৩জন করোনায় আক্রান্ত হয়েছেন।  এছাড়া ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ২ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় অফিস সূত্রে জানা যায়, শুক্রবার (৫ ফেব্রুয়ারি)  সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা ১৬ হাজার ৪৩ জন। এর মধ্যে সিলেট জেলায় ৯ হাজার ৫৯৫ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৫৩৪ জন, হবিগঞ্জে ১ হাজার ৯৮৫ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৯২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। সিলেট বিভাগে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ হাজার ১৯২জন।

সিলেটের চার জেলায় ৩৬ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এরমধ্যে ৩৪জন সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে ও মৌলভীবাজারে ২জন চিকিৎসা নিচ্ছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.