Sylhet Today 24 PRINT

করোনায় আরও ৯ মৃত্যু

সিলেটটুডে ডেস্ক |  ১১ ফেব্রুয়ারী, ২০২১

দেশে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল আট হাজার ২৪৮ জনে।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৪১৮ জনের দেহে। এখন পর্যন্ত শনাক্ত হয়েছে পাঁচ লাখ ৪৯ হাজার ৫৭১ জন।

সংক্রমণ বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৫৩ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় দেশের ২০৬টি ল্যাবে অ্যান্টিজেন টেস্টসহ ১৫ হাজার ৭৭৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার দুই দশমিক ৬৫ শতাংশ। মোট শনাক্তের হার ১৪ দশমিক ১৭ শতাংশ।

সবশেষ ২৪ ঘণ্টায় ৬৮১ জনসহ মোট সুস্থ হলেন চার লাখ ৮৫ হাজার ৯৭১ জন।

গত একদিনে মৃত ৯ জনের মধ্যে পুরু পাঁচ, নারী চার জন। বয়স বিবেচনায় তাদের মধ্যে চল্লিশোর্ধ এক, পঞ্চাশোর্ধ এক ও ষাটোর্ধ সাত জন।

বিভাগ অনুযায়ী, ঢাকায় চার, চট্টগ্রামে দুই, খুলনায় দুই, বলিশালে এক জনের জনের মৃত্যু হয়েছে। এদের সবাই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

গত ৮ মার্চ দেশে করোনাভাইরাসে প্রথম শনাক্তের খবর জানানো হয়। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ করোনায় দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে সরকার। এখন দেশে সংক্রমণের ১১ মাস চলছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.