Sylhet Today 24 PRINT

বেসরকারি হাসপাতালে যাচ্ছে সরকারের কিনে আনা ভ্যাকসিন

সিলেটটুডে ডেস্ক |  ১২ ফেব্রুয়ারী, ২০২১

সরকারের কিনে আনা ভ্যাকসিন বেসরকারি হাসপাতালে ব্যবহারের অনুমোদন দেওয়া হবে।  বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) পরিবার পরিকল্পনা অধিদপ্তর আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, ‘তারা সরকার থেকে কিনে নেবে, আমরা ব্যবস্থা করছি। আমরা প্রধানমন্ত্রীর অনুমোদন নিয়েছি। তবে সেটা খুব বেশি হবে না, অল্প দেব। আর তাতে আমাদের ওপরও চাপ  কমবে। কিছু মানুষ বেসরকারি হাসপাতালে যাবে, তবে যাদের ভালো হাসপাতাল আছে শুধু তাদেরকে এই ভ্যাকসিন দেওয়া হবে। তবে সেসব হাসপাতাল সরকার অনুমোদন করে দেবে, শুধু তারাই করোনার টিকা দিতে পারবে।’

তিনি আরও বলেন, মানসম্পন্ন প্রাইভেট মেডিকেল কলেজ ও হাসপাতাল শুধু এই ভ্যাকসিন পাবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের তো কোটি কোটি ভ্যাকসিন দিতে হবে। এক্ষেত্রে দশ লাখ তো কিছুই না। তবে বেসরকারিভাবে দেওয়া হলেও এখনও তার মূল্য নির্ধারণ করা হয়নি।  

এর আগে গতকাল (১০ ফেব্রুয়ারি) বিক্রির জন্য সরকারের কাছে ১০ লাখ টিকা চেয়েছে বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশন (বিপিএমসিএ)।

প্রসঙ্গত, সরকার দেশের হাসপাতালগুলোতে এই টিকা বিনামূল্যে দিচ্ছে। গত ৭ ফেব্রুয়ারি থেকে শুরু করে আজ ১১ ফেব্রুয়ারি পর্যন্ত টিকা নিয়েছেন প্রায় সাড়ে পাঁচ লাখ মানুষ। দেশজুড়ে জাতীয়ভাবে করোনা ভাইরাসের টিকা দেওয়া শুরু হয় গত ৭ ফেব্রুয়ারি। গত পাঁচদিনে দেশে করোনা ভাইরাসের টিকা নিয়েছেন পাঁচ লাখ ৪২ হাজার ৩০৯ জন। তাদরে মধ্যে পুরুষ তিন লাখ ৮৬ হাজার ৫৭৮ জন আর নারী টিকা নিয়েছেন এক লাখ ৫৫ হাজার ৭৩১ জন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.