Sylhet Today 24 PRINT

করোনায় আরও ৭ মৃত্যু

সিলেটটুডে ডেস্ক |  ২১ ফেব্রুয়ারী, ২০২১

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে আরও সাত জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল আট হাজার ৩৪৯ জনে।

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৩২৭ জনের দেহে। এখন পর্যন্ত শনাক্ত হয়েছে পাঁচ লাখ ৪৩ হাজার ৩৫১ জন।

গত ২৪ ঘণ্টায় ২১৪টি ল্যাবে অ্যান্টিজেন টেস্টসহ ১৪ হাজার ৩৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২ দশমিক ৩৩ শতাংশ। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৫৬ শতাংশ।

সবশেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৭৫ জন। এ নিয়ে সুস্থ হলেন চার লাখ ৯১ হাজার ৩৬৮ জন। সংক্রমণ বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৫৪ শতাংশ।

৫ ফেব্রুয়ারি দেশে করোনায় আক্রান্তদের মধ্যে সাত জনের মৃত্যু হয়, যা ছিল গত নয় মাসের মধ্যে সবচেয়ে কম। এর আগে গত বছরে ৬ মে এর চেয়ে কম মৃত্যু হয়েছিল। ওই দিন করোনায় মাত্র তিন জনের মৃত্যু দেখেছিল বাংলাদেশ।

গত ২৪ ঘণ্টায় মৃত সাত জনের সবাই পুরুষ; বয়স বিবেচনায় বিশোর্ধ্ব এক জন ও ষাটোর্ধ্ব ছয় জন।

বিভাগ অনুযায়ী, ঢাকাতে ছয় ও চট্টগ্রামে এক জনের মৃত্যু হয়েছে। এদের সাবাই হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।

গত ৮ মার্চ দেশে করোনাভাইরাসে প্রথম শনাক্তের খবর জানানো হয়। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ করোনায় দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে সরকার। এখন দেশে সংক্রমণের ১১ মাস চলছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.