Sylhet Today 24 PRINT

বিশ্বে করোনায় প্রাণহানি ২৫ লাখ ৩০ হাজার ছাড়িয়েছে

আন্তর্জাতিক ডেস্ক |  ০১ মার্চ, ২০২১

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন প্রায় ২৫ লাখ ৩০ হাজারের বেশি মানুষ। আক্রান্ত হয়েছেন ১১ কোটি ৪০ লাখের বেশি। এ ছাড়া, সুস্থ হয়েছেন ৬ কোটি ৪৩ লাখেরও বেশি মানুষ।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর সিস্টেম সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (সিএসএসই) তথ্য অনুযায়ী, সোমবার (২৮ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১ কোটি ৪০ লাখ ৪৩ হাজার ২০ জনে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ২৫ লাখ ৩০ হাজার ৪ জনের। আর এ পর্যন্ত সেরে উঠেছেন ৬ কোটি ৪৩ লাখ ৯৩ হাজার ৭৩৯ জন।

বিজ্ঞাপন

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। সোমবার সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ২ কোটি ৮৬ লাখ ৫ হাজার ৫২৭ জন। আর এই মহামারিতে দেশটিতে মৃত্যু হয়েছে ৫ লাখ ১৩ হাজার ৯১ জনের।

যুক্তরাষ্ট্রের পর মৃত্যু বিবেচনায় করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ব্রাজিল। আক্রান্তের দিক থেকে তৃতীয় স্থানে থাকলেও মৃত্যু বিবেচনায় দেশটির অবস্থান দ্বিতীয়। লাতিন আমেরিকার এই দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ৫ লাখ ৫১ হাজার ২৫৯ জন এবং মৃত্যু হয়েছে ২ লাখ ৫৪ হাজার ৯৪২ জনের।

বিজ্ঞাপন

মৃত্যু বিবেচনায় যুক্তরাষ্ট্রের প্রতিবেশী মেক্সিকো তৃতীয় স্থানে থাকলেও আক্রান্ত বিবেচনায় দেশটির অবস্থান ১৩ নম্বরে। মেক্সিকোতে সোমবার সকাল পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৮৪ হাজার ১২৮ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৮৫ হাজার ২৫৭ জনের।

আক্রান্তের দিক থেকে দ্বিতীয় স্থানে থাকা ভারত মৃত্যু বিবেচনায় আছে চতুর্থ স্থানে। এ পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ১ কোটি ১০ লাখ ৯৬ হাজার ৭৩১ জন। আর মৃত্যু হয়েছে ১ লাখ ৫৭ হাজার ৫১ জনের।

বিজ্ঞাপন

ইউরোপের দেশ যুক্তরাজ্য আক্রান্ত ও মৃত্যু- উভয় বিবেচনায় রয়েছে পঞ্চম স্থানে। এখন পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৪১ লাখ ৮৮ হাজার ৮২৭ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ২৩ হাজার ৮৩ জনের।

এদিকে বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, রোববার সকাল ৮টা পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত ৫ লাখ ৪৬ হাজার ২১৬ জনকে শনাক্ত করা হয়েছে। মারা গেছেন ৮ হাজার ৪০৮ জন। আর সুস্থ হয়েছেন ৪ লাখ ৯৬ হাজার ৯২৪ জন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.