Sylhet Today 24 PRINT

করোনায় আক্রান্ত ঢাবির সহ-উপাচার্য মাকসুদ কামাল

সিলেটটুডে ডেস্ক |  ১২ মার্চ, ২০২১

করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল। করোনা প্রতিরোধী ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণের এক মাস পর তিনি করোনায় সংক্রমিত হন।

শুক্রবার সন্ধ্যায় অধ্যাপক মাকসুদ কামাল নিজেই তার করোনায় সংক্রমিত হওয়ার বিষয়টি জানিয়েছেন। গত বৃহস্পতিবার করোনা পজিটিভ রিপোর্ট পাওয়ার পর এখন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিজের বাসাতেই চিকিৎসা নিচ্ছেন তিনি।

মাকসুদ কামাল বলেন, ‘গত ৭ ফেব্রুয়ারি আমি করোনার টিকা নিই। কিন্তু সম্প্রতি আমার শরীরে করোনার কিছু লক্ষণ দেখা দেয়, তাই পরীক্ষা করার জন্য নমুনা দিই। বৃহস্পতিবার পরীক্ষার ফলাফল পাই। পরীক্ষার ফল পজিটিভ এসেছে। বর্তমানে ক্যাম্পাসের বাসাতেই হোম কোয়ারেন্টিনে থেকে চিকিৎসা নিচ্ছি। গত বছরের নভেম্বরে আমার পরিবারের সবাই করোনায় সংক্রমিত হলেও তখন আমি হইনি।

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিতে চারবার সভাপতি ও তিনবার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন মাকসুদ কামাল। বিশ্ববিদ্যালয়ের আওয়ামী লীগ-সমর্থক শিক্ষকদের সংগঠন নীল দলের আহ্বায়কের দায়িত্বেও ছিলেন তিনি।

বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর সাত সরকারি কলেজের প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.