Sylhet Today 24 PRINT

অ্যাস্ট্রাজেনেকার টিকায় রক্ত জমাট বাঁধার সত্যতা পাওয়া যায়নি: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আন্তর্জাতিক ডেস্ক |  ১৩ মার্চ, ২০২১

অ্যাস্ট্রাজেনেকার টিকা নেওয়ার কারণে রক্ত জমাট বাঁধার কোনো সত্যতা পাওয়া যায়নি এবং এ টিকা নেওয়া বন্ধ করা উচিত নয় বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

শুক্রবার বিবিসি জানায়, বুলগেরিয়া, ডেনমার্ক ও নরওয়ের মতো দেশগুলো এই টিকার ব্যবহার স্থগিত রেখেছে।

গতকাল বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্র মার্গারেট হ্যারিস বলেন, ‘টিকা নেওয়া ও রক্ত জমাট বাঁধার ঝুঁকির মধ্যে কোনো যোগসূত্র নেই।’

অ্যাস্ট্রাজেনেকার টিকার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এটি একটি ‘দুর্দান্ত’ টিকা এবং এর ব্যবহার অব্যাহত রাখা উচিত।’

ইতোমধ্যে প্রায় ৫০ লাখ ইউরোপীয় অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়েছেন।

বিবিসি জানায়, ইউরোপে ভ্যাকসিন দেওয়ার পরে রক্ত জমাট বাঁধার প্রায় ৩০টি ঘটনা ঘটেছে। ইতালিতে রক্ত জমাট বেঁধে ৫০ বছর বয়সী এক ব্যক্তির মারা যাওয়ার খবরও পাওয়া গেছে।

হ্যারিস জানান, নিরাপত্তার প্রশ্নে বিষয়গুলো নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা তদন্ত করছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.