Sylhet Today 24 PRINT

সিলেটে করোনা শনাক্ত রোগী ১৬ হাজার ৬৯১ জন

নিজস্ব প্রতিবেদক |  ২১ মার্চ, ২০২১

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের দেহে করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়েছে। এনিয়ে বিভাগে শনাক্ত হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ৬৯১ জন। এদের মধ্যে গত একদিনে ২৩ জন নতুন সুস্থসহ সুস্থ হওয়া রোগীর সংখ্যা ১৫ হাজার ৯১৫ জন।

রোববার (২১ মার্চ) সিলেট বিভাগীয় পরিচালকের (স্বাস্থ্য) কার্যালয়ের কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন এ তথ্য নিশ্চিত করেছে।

এরমধ্যে সিলেট জেলার ৯ হাজার ৭৯০ জন, সুনামগঞ্জে ২ হাজার ৫২৯ জন, হবিগঞ্জে ১৬৮৪ জন এবং মৌলভীবাজারের ১৯১২ জন সুস্থ হয়েছেন।

সিলেট জেলায় ১০ হাজার ১৪৬ জন, সুনামগঞ্জে ২ হাজার ৫৬৯, হবিগঞ্জে ২ হাজার ১৭ এবং মৌলভীবাজারে ১ হাজার ৯৫৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। তবে রোববার পর্যন্ত সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৮১ জন। এরমধ্যে সিলেট জেলার ২১৭ জন, সুনামগঞ্জে ২৬ জন, হবিগঞ্জে ১৬ জন এবং মৌলভীবাজারের ২২ জন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.