Sylhet Today 24 PRINT

সস্ত্রীক করোনায় আক্রান্ত বিএনপি নেতা মোশাররফ

সিলেটটুডে ডেস্ক |  ০১ এপ্রিল, ২০২১

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক স্বাস্থ্যমন্ত্রী ড. খন্দকার মোশররফ হোসেন ও তার স্ত্রী বিলকিস আক্তার হোসেন করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। বর্তমানে তারা রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

বিএনপির চেয়ারপারসনের প্রেসউইং সদস্য শামসুদ্দিন দিদার বুধবার (৩১ মার্চ) মধ্যরাতে গণমাধ্যমকে এসব তথ্য জানান।

এদিকে বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস এ্সোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)— এর এক বিবৃতিতে ড. খন্দকার মোশাররফ হোসেন ও তার স্ত্রীর করোনা পজিটিভের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সংগঠনটির সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ ও মহাসচিব মো. আব্দুস সালাম যৌথ বিবৃতিতে ড. খন্দকার মোশাররফ ও বিলকিস আক্তার হোসেনের জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন।

উল্লেখ্য, করোনা সংক্রমণ পরিস্থিতি চরম মাত্রায় পৌঁছানোর এই পর্যায়ে বিএনপির বেশ কয়েকজন শীর্ষ নেতা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সম্প্রতি মারা গেছেন। আরও কয়েক ডজন কেন্দ্রীয় নেতা করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

উদ্ভূত পরিস্থিতিতে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর সব কর্মসূচি স্থগিত করেছে বিএনপি। বুধবার (৩১ মার্চ) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির জরুরি বৈঠকে সব ধরনের রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডও স্থগিত করেছে দলটি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.