Sylhet Today 24 PRINT

করোনাভাইরাস: ভারতে শনাক্তে নতুন রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক |  ০৯ এপ্রিল, ২০২১

মহামারি করোনাভাইরাসে সবচেয়ে বিপর্যস্ত দেশগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ভারত। দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা প্রতিদিন রেকর্ড গড়ছে। দৈনিক আক্রান্তের সংখ্যার পাশাপাশি মৃত্যুর সংখ্যাও আশঙ্কাজনক হারে বাড়ছে।

শুক্রবার সকালে ভারতের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে ১ লাখ ৩১ হাজার ৯৬৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে, যা আগের দিনের চেয়ে প্রায় ৫ হাজার বেশি। এ নিয়ে ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৩০ লাখ ৬০ হাজার ৫৪২ জনে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া পরিসংখ্যান অনুযায়ী, এখন পর্যন্ত ভারতে মোট মৃতের সংখ্যা ১ লাখ ৬৭ হাজার ৬৪২ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৭৮০ জনের। এই সংখ্যাটা চলতি বছরে একদিনে সর্বোচ্চ।

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৬১ হাজার ৮৯৯ জন, যা দৈনিক আক্রান্তের অর্ধেকেরও কম। এর ফলে দেশটিতে বর্তমানে মোট অ্যাক্টিভ করোনা রোগী বেড়ে দাঁড়াল ৯ লাখ ৭৯ হাজার ৬০৮ জনে। দেশটিতে মোট সুস্থ হয়েছেন ১ কোটি ১৯ লাখ ১৩ হাজার ২৯২ জন।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এখন পর্যন্ত দেশটিতে মোট টিকা পেয়েছেন ৯ কোটি ৪৩ লাখ ৩৪ হাজার ২৬২ জন। রাজ্যগুলোর মধ্যে শুধু মহারাষ্ট্রেই প্রায় ৬০ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন। কর্ণাটক, কেরল, তামিলনাড়ু, পাঞ্জাব, গুজরাট, মধ্যপ্রদেশের অবস্থাও উদ্বেগজনক।

পরিস্থিতি মোকাবিলায় গতকালই বেশি প্রভাবিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠকে তিনি জানিয়েছেন, করোনাভাইরাস নিয়ে মানুষ উদাসীন হয়ে গেছে। পরিস্থিতি ভয়াবহ হওয়ার পেছনে এটাই মূল কারণ। নতুন করে সার্বিক লকডাউনের কথা না ভাবলেও করোনা কারফিউর পরামর্শ দিয়েছেন মোদি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.