Sylhet Today 24 PRINT

২ লাখের বেশি লোকের ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণ

সিলেটটুডে ডেস্ক |  ১১ এপ্রিল, ২০২১

দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসের ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিয়েছেন ২ লাখ ১৮ হাজার ২৬ জন। এর মধ্যে শনিবার নিয়েছেন ১ লাখ ৩৬ হাজার ৭০৩ জন।

শনিবার (১০ এপ্রিল) সকাল থেকে বিকাল পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ১৯ হাজার ৯৪৩ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৬০ হাজার ৯৩৯ জন।

দেশে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি শুরুর পর থেকে শনিবার (১০ এপ্রিল) পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৫৬ লাখ ৩ হাজার ৪৫০ জন। এর মধ্যে পুরুষ ৩৪ লাখ ৭৪ হাজার ৮৮০ জন, নারী ২১ লাখ ২৮ হাজার ৫৭০ জন।

শনিবার (১০ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর টিকাদান বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বিকাল সাড়ে ৫টা পর্যন্ত মোট নিবন্ধন করেছেন ৭০ লাখ ১৮ হাজার ১৫০ জন।

দেশে গত ৭ ফেব্রুয়ারি জাতীয়ভাবে করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত চলছে এই কার্যক্রম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.