Sylhet Today 24 PRINT

চারদিনে টিকার দ্বিতীয় ডোজ নিলেন ৫ লাখ ২২ হাজার ৫৯৬ জন

সিলেটটুডে ডেস্ক |  ১২ এপ্রিল, ২০২১

গত বৃহস্পতিবার দেশে করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হয়। দ্বিতীয় ডোজ প্রয়োগের প্রথম চার দিনে সোমবার পর্যন্ত টিকা নিয়েছেন ৫ লাখ ২২ হাজার ৫৯৬ জন। এরমধ্যে সোমবার একদিনেই নিয়েছেন ১ লাখ ৩৮ হাজার ৮৭৯ জন। এদিন প্রথম ডোজ টিকা নিয়েছেন ২২ হাজার ৪৫৬ জন।

এ নিয়ে এখন পর্যন্ত প্রথম ডোজ টিকা নিয়েছেন ৫৬ লাখ ৪৯ হাজার ৫৬৩ জন।

এদিকে, সোমবার বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত টিকা নিতে নিবন্ধন করেছেন ৭০ লাখ ৫৮ হাজার ৯৯৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের সোমবারের সর্বশেষ তথ্যে দেখা গেছে, এ পর্যন্ত দুই ডোজ মিলিয়ে ৬২ লাখ ৭২ হাজার ১৫৯ জন টিকা নিয়েছেন।

বিভাগভিত্তিক হিসাবে ঢাকায় ৩৮ হাজার ৪২৩ জন দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন। এছাড়াও, ময়মনসিংহে ৫ হাজার ৩৩৩ জন, চট্টগ্রামে ৩২ হাজার ৯৩৪ জন, রাজশাহীতে ১৪ হাজার ৭২৪ জন,রংপুরে ১৪ হাজার ৫৭০ জন, খুলনায় ১৫ হাজার ৬১২ জন, বরিশালে ৫ হাজার ৬৩৮ জন এবং সিলেট বিভাগে ১১ হাজার ৬৪৫ জন করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.