Sylhet Today 24 PRINT

ভারতে একদিনে সর্বোচ্চ শনাক্ত পৌনে ৩ লাখ, মৃত্যু ১ হাজার ৩৮

আন্তর্জাতিক ডেস্ক |  ১৫ এপ্রিল, ২০২১

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও দুই লাখ ৭৩৯ জনকে শনাক্ত করা হয়েছে। এটিই এখন পর্যন্ত দেশটিতে একদিনে সর্বোচ্চ শনাক্ত। এ নিয়ে টানা নবম দিনের মতো দেশটিতে দৈনিক এক লাখের বেশি রোগী শনাক্ত হলো।

এখন পর্যন্ত দেশটিতে এক কোটি ৪০ লাখ ৭৪ হাজার ৫৬৪ জন শনাক্ত হয়েছেন। সংক্রমণের দিক থেকে বিশ্বের মধ্যে ভারতের অবস্থান বর্তমানে দ্বিতীয়তে। একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও এক হাজার ৩৮ জন। করোনায় এ পর্যন্ত ভারতে মারা গেছেন এক লাখ ৭৩ হাজার ১২৩ জন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৯৩ হাজার ৫২৮ জন। মোট সুস্থ হয়েছেন এক কোটি ২৪ লাখ ২৯ হাজার ৫৬৪ জন। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সংক্রমণ সবচেয়ে বেশি মহারাষ্ট্রে। এরপর রয়েছে কেরালা, কর্ণাটক, তামিল নাড়ু, অন্ধ্রপ্রদেশ, দিল্লি ও উত্তর প্রদেশ। গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে শনাক্ত হয়েছেন ৫৮ হাজার ৯৫২ জন।

দেশটিতে মোট শনাক্ত এক কোটি ৪০ লাখ ৭৪ হাজার ৫৬৪ জনের মধ্যে বর্তমানে আক্রান্ত রয়েছেন ১০ লাখ ছয় হাজার ১৭৩ জন। ভারতে এখন পর্যন্ত প্রায় সাড়ে ১১ কোটি মানুষকে ভ্যাকসিন দেওয়া হয়েছে বলেও এনডিটিভি প্রতিবেদনে জানানো হয়েছে।

ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে ১৩ লাখ ৮৪ হাজার ৫৪৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। আর এখন পর্যন্ত পরীক্ষা করা হয়েছে ২৬ কোটি ২০ লাখ তিন হাজার ৪১৫টি নমুনা।

উল্লেখ্য, গত বছরের ৩০ জানুয়ারি ভারতে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টারের তথ্য অনুযায়ী, সংক্রমণের দিক থেকে বর্তমানে বিশ্বে ভারতের অবস্থান দুই নম্বরে। ভারতের আগে রয়েছে যুক্তরাষ্ট্র ও পরে ব্রাজিল।

জনস হপকিনস ইউনিভার্সিটির সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৩ কোটি ৮০ লাখ ৫৬ হাজার ২৯৭ জন এবং মারা গেছেন ২৯ লাখ ৭১ হাজার ৫৩৯ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন সাত কোটি ৮৬ লাখ ৩০ হাজার ২৩৫ জন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.