Sylhet Today 24 PRINT

করোনা পজিটিভ হয়ে হাসপাতালে আকরাম খান

সিলেটটুডে ডেস্ক |  ১৫ এপ্রিল, ২০২১

গত ১০ এপ্রিল করোনা পজিটিভ হয়ে বাসাতেই চিকিৎসা নিচ্ছিলেন বিসিবির পরিচালক ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আকরাম খান। খুব বেশি জটিলতাও নেই তার। তবু সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাকে আজ বৃহস্পতিবার (১৫ এপ্রিল) বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আকরাম খানের সহধর্মিণী সাবিনা আকরাম বলেছেন, ‘বাসায় ভালোই চিকিৎসা চলছিল। তবে দুদিন ধরে কাশি একটু বেশি হচ্ছিল। সে জন্য চিকিৎসকের পরামর্শে আকরামকে আজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সবাই দোয়া করবেন।’

সাবিনা আকরাম আরও জানান, আকরাম খানের ফুসফুস ৩০ ভাগ সংক্রমিত হয়েছে। আকরাম খানের বাসার অন্যদের কোভিড পরীক্ষা করা হলেও তাদের সবার ফল নেগেটিভ এসেছে বলেও জানিয়েছেন সাবিনা আকরাম।

ওদিকে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরীও জানিয়েছেন, ‘ওনার অবস্থা স্থিতিশীল আছে। তারপরও এসব ক্ষেত্রে যেহেতু অনেক সময় দ্রুত অবস্থার অবনতি হয়, সে জন্য সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আজ দুপুরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী তিনি ভালো আছেন।’ গত ১০ এপ্রিল আকরাম খান করোনা পজিটিভ হন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.