Sylhet Today 24 PRINT

টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন ১৫ লক্ষাধিক মানুষ

সিলেটটুডে ডেস্ক |  ২০ এপ্রিল, ২০২১

করোনাভাইরাসের সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যে সারাদেশে চলছে টিকাদান কর্মসূচি। দেশে এখন পর্যন্ত দ্বিতীয় ডোজ নিয়েছেন ১৫ লাখ ৭ হাজার ২৮৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এখন পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৫৭ লাখ ২৯ হাজার ১৪৭ জন। আর দ্বিতীয় ডোজ নিয়েছেন ১৫ লাখ ৭ হাজার ২৮৭ জন।

অর্থাৎ দুই ডোজ মিলিয়ে ৭২ লাখ ৩৬ হাজার ৪৩৪ ডোজ ভ্যাকসিন দেওয়া হয়েছে। তাদের মধ্যে ৯৭৮ জনের মাথা ব্যথা, গলা ব্যথা, হালকা জ্বরের মতো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে।

গত ২৪ ঘণ্টায় প্রথম ডোজের টিকা নিয়েছেন ১৫ হাজার ৫৭ জন। এদের মধ্যে পুরুষ ৯ হাজার ৫২২ জন এবং নারী ৫ হাজার ৫৩৫ জন। আর দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন এক লাখ ৪০ হাজার ৬৭৮ জন। এদের মধ্যে পুরুষ ৮৯ হাজার ৬১৮ জন এবং নারী ৫১ হাজার ৬০ জন।

সোমবার বিকাল সাড়ে ৫টা পর্যন্ত মোট নিবন্ধন করেছেন ৭১ লাখ ৩৩ হাজার ৮৯৯ জন।

দেশে গত ৭ ফেব্রুয়ারি জাতীয়ভাবে করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়। আর দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হয় গত ৮ এপ্রিল থেকে। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এই কার্যক্রম চলছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.