নিজস্ব প্রতিবেদক | ২০ এপ্রিল, ২০২১
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) আরটি পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় নতুন করে ৭৮জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
মঙ্গলবার(২০ এপ্রিল) দৈনিক নমুনা পরীক্ষায় এসব রোগী শনাক্ত হয় বলে নিশ্চিত করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক ও ল্যাব ইনচার্জ হাম্মাদুল হক।
তিনি জানান, মঙ্গলবার শাবির পিসিআর ল্যাবে ৩৭৬টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৭৮জনের পজিটিভ রিপোর্ট এসেছে। নতুন শনাক্ত হওয়াদের মধ্যে সিলেট জেলার ৩৫জন, সুনামগঞ্জের ০২জন, মৌলভীবাজারের ১৬জন এবং হবিগঞ্জের ২৫জন।