Sylhet Today 24 PRINT

ভ্যাকসিন: সাড়ে ১৯ লাখ মানুষের দ্বিতীয় ডোজ গ্রহণ

সিলেটটুডে ডেস্ক |  ২২ এপ্রিল, ২০২১

গত ৮ এপ্রিল করোনাভাইরাসের ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ প্রদানের পর থেকে বৃহস্পতিবার (২২ এপ্রিল) পর্যন্ত তা গ্রহণ করেছেন ১৯ লাখ ৬৭ হাজার ৯৭৫ জন। এরমধ্যে পুরুষ ১৩ লাখ ৯৯৭ এবং নারী ৬ লাখ ৬৬ হাজার ৯৭৮ জন।

আর প্রথম ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৫৭ লাখ ৭৮ হাজার ৬৮৬ জন। এরমধ্যে ৩৫ লাখ ৮৪ হাজার ৩৬ জন পুরুষ এবং নারী ২১ লাখ ৯৪ হাজার ৯৫০ জন।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের (এমআইএস) পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টা পর্যন্ত ভ্যাকসিন নেওয়ার জন্য নিবন্ধন করেছেন মোট ৭১ লাখ ৮৪ হাজার ৪০৬ জন৷

এরআগে গত ২৭ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে করোনাভাইরাসের ভ্যাকসিন কার্যক্রমের উদ্বোধন করেন। সেসময় দুই দিনে মোট ৫৬৭ জনকে ভ্যাকসিন দেওয়া হয়। বাংলাদেশে এই ভ্যাকসিন পরীক্ষামূলক প্রয়োগ না হওয়ায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রটোকল অনুযায়ী তাদের এক সপ্তাহ পর্যবেক্ষণ করা হয়। কারও মধ্যে গুরুতর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা না দেওয়ায় পরিকল্পনা মত ৭ ফেব্রুয়ারি থেকে গণভ্যাকসিন দেয়া শুরু হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.