Sylhet Today 24 PRINT

করোনায় আরও ৮৮ জনের মৃত্যু, শনাক্ত ২ হাজার ৩৪১

সিলেটটুডে ডেস্ক |  ২৯ এপ্রিল, ২০২১

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে আরও ৮৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ৩৯৩ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের বৃহস্পতিবারের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আগের দিন বিজ্ঞপ্তিতে ২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যুর খবর জানানো হয়েছিল।

সবশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে দুই হাজার ৩৪১ জনের দেহে। মোট শনাক্ত হয়েছে ৭ লাখ ৫৬ হাজার ৯৫৫ জন।

গত ২৪ ঘণ্টায় ৩৫৮টি ল্যাবে ২৪ হাজার ৯২৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৯.৩৯ শতাংশ। মোট শনাক্তের হার ১৩.৮৯ শতাংশ।

সবশেষ এক দিনে সুস্থ হয়েছে চার হাজার ৭৮২ জন। মোট সুস্থ হয়েছে ছয় লাখ ৭৭ হাজার ১০১ জন। সুস্থতার হার ৮৯.৪৫ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মৃত ৮৮ জনের মধ্যে ৫২ পুরুষ ও ৩৬ নারী রয়েছেন। তাদের মধ্যে তিনজন ছাড়া সবাই হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।

বয়স বিবেচনায় তাদের মধ্যে দশোর্ধ্ব ১, বিশোর্ধ্ব ২, ত্রিশোর্ধ্ব তিন, চল্লিশোর্ধ্ব ১৫, পঞ্চাশোর্ধ্ব ১২, ষাটোর্ধ্ব ৫৫ জন।

বিভাগ অনুযায়ী মৃতদের মধ্যে ঢাকায় ৪৮, চট্টগ্রামে ২২, রাজশাহীতে চার, খুলনায় এক, বরিশালে চার, সিলেটে পাঁচ, রংপুরে দুই ও ময়মনসিংহে দুইজনের মৃত্যু হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.