Sylhet Today 24 PRINT

ভারতে একদিনে মৃত্যু ছাড়াল ৪ হাজার, শনাক্ত ৪ লাখ

আন্তর্জাতিক ডেস্ক |  ০৮ মে, ২০২১

ভারতে ভয়াল রূপ নিয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯)। দেশটিতে একদিনেই মৃত্যু হয়েছে রেকর্ড ৪ হাজারের বেশি মানুষের। সংক্রমণও রয়েছে ৪ লাখের ওপর।

পরিসংখ্যান গবেষণা সংক্রান্ত সংস্থা ওয়ার্ল্ডো মিটারের শনিবার সকালের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় ৪ হাজার ১৯৪ জনের মৃত্যু হয়েছে যা এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ।

একই সময়ে বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশটিতে ৪ লাখ ১ হাজার ৩২৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট সংক্রমণ ২ কোটি ১৮ লাখ ৮৬ হাজার ৬১১ জনে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ২ লাখ ৩৮ হাজার ২৬৫ জনে।

করোনা সংক্রমণের বৈশ্বিক তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়। আর মৃত্যুতে দেশটির অবস্থান তৃতীয়। তবে চার লাখের বেশি দৈনিক সংক্রমণের নজির কেবল ভারতেই রয়েছে।

এদিকে করোনার দ্বিতীয় ঢেউয়ের ভয়াবহ সংক্রমণে কার্যত ভেঙে পড়েছে ভারতে চিকিৎসা ব্যবস্থা। বড় আঘাত এসেছে স্বাস্থ্যকর্মীদের ওপর।

ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের (আইএমএ) তথ্য অনুযায়ী, শুক্রবার পর্যন্ত দেশটিতে করোনায় ৮৬৪ জন চিকিৎসক মারা গেছেন। এর মধ্যে গত বছর ৭৩৬ জন মারা গেছেন। চলতি বছর এপ্রিল পর্যন্ত মারা গেছেন আরও ১২৮ জন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.