Sylhet Today 24 PRINT

করোনায় বিপর্যস্ত ভারতে আরও ৩,৮৭৪ জনের মৃত্যু

সিলেটটুডে ডেস্ক |  ২০ মে, ২০২১

করোনায় বিপর্যস্ত ভারত। কয়েকদিন ধরে মৃতের সংখ্যা চার হাজারের ওপরে থাকার পর এবার এক দিনে মৃতের সংখ্যা কিছুটা কমল; আর শনাক্ত হয়েছে দুই ৭৬ হাজার রোগী।

কর্তৃপক্ষের বরাত দিয়ে বৃহস্পতিবার (২০ মে) সকালে গত ২৪ ঘণ্টা অর্থ্যাৎ এক দিনের এই হিসেব প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, দেশটিতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৭৬ হাজার ১১০ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হলেন ২ কোটি ৫৭ লক্ষ ৭২ হাজার ৪৪০ জন।

৪ হাজারের নীচে নামলেও ভারতে দৈনিক মৃত্যু সংখ্যাটা এই মুহূর্তে বিশ্বের অন্য দেশগুলির তুলনায় অনেক বেশি। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে ৩ হাজার ৮৭৪ জনের। সব মিলিয়ে ২ লক্ষ ৮৭ হাজার ১২২ জন প্রাণ হারিয়েছেন করোনায়।

গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা পরীক্ষা করা হয়েছে ২০ লক্ষ ৫৫ হাজার ১০ জনের। এক দিনে পরীক্ষার নিরিখে এই সংখ্যা এখন সর্বোচ্চ।

গত এক সপ্তাহের বেশি সময় ভারতে আক্রান্তের থেকে সুস্থ হচ্ছেন বেশি। যার জেরে কমছে সক্রিয় রোগীর সংখ্যা। দেশজুড়ে এখন সক্রিয় রোগী রয়েছে ৩১ লক্ষ ২৯ হাজার ৮৭৮ জন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.