Sylhet Today 24 PRINT

ভারতে ২৪ ঘণ্টায় রেকর্ড মৃত্যু ৬ হাজার ১৪৮

আন্তর্জাতিক ডেস্ক |  ১০ জুন, ২০২১

ভারতে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় মৃতের তালিকায় যোগ হয়েছে ৬ হাজার ১৪৮ জনের নাম, মহামারির দেড় বছরে যা সর্বোচ্চ। একই সময়ে নতুন করে ৯৪ হাজার ৫২ জনের কভিড  শনাক্ত হয়েছে। বিহারের মৃত্যুর সংখ্যা সংশোধন করায় বিশ্বে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ডে পৌঁছালো ভারত। খবর এনডিটিভি।

এর আগে দেশটির বিহার রাজ্যের স্বাস্থ্য মন্ত্রণালয় বুধবার তাদের কোভিড-১৯ জনিত মৃত্যুর মোট সংখ্যা সংশোধন করে ৫ হাজার ৪০০ থেকে বাড়িয়ে ৯ হাজার ৪০০ করে, এতে ২৪ ঘণ্টায় দেশটির মোট মৃত্যু বেড়ে যায়।

বিহারের ঘটনা ছাড়া পুরো ভারতে কোভিড-১৯ শনাক্তের হার কমার ধারবাহিকতা অব্যাহত রয়েছে। বর্তমানে দেশটিতে কভিড শনাক্তের হার ৪ দশমিক ৬৯ শতাংশে দাঁড়িয়েছে। টানা তৃতীয় দিন দেশটিতে দৈনিক ৫ শতাংশের নিচে করোনা শনাক্ত হচ্ছে।

ভারতে এ পর্যন্ত ২ কোটি ৯১ লাখ ৮৩ হাজার ১২১ জনের কভিড শনাক্ত হয়েছে। এ পর্যন্ত ভাইরাসটিতে মৃত্যু হয়েছে ৩ লাখ ৫৯ হাজার ৬৭৬ জনের।

দেশটির সরকারি পরিসংখ্যান বলছে, ভারতে বর্তমানে ১১ লাখ ৬৭ হাজার ৯৫২ জন করোনা আক্রান্ত রয়েছে। আর কভিড থেকে সুস্থ্য হওয়ার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৪ দশমিক ৭৭ শতাংশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.