Sylhet Today 24 PRINT

ভারতে সংক্রমণ ও মৃত্যু কমেছে

সিলেটটুডে ডেস্ক |  ১১ জুন, ২০২১

আগের দিনের তুলনায় ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত শনাক্ত রোগী ও মৃত্যু কমেছে। শুক্রবার এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৯১ হাজার ৭০২ জনের করোনা শনাক্ত হয়েছে। আগের দিন বুধবার শনাক্ত হয়েছিল ৯৪ হাজার ৫২ জন। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় ৩ হাজার ৪০৩ জনের মৃত্যু হয়েছে। আগের দিন বুধবার ৬ হাজার ১৪৮ জনের মৃত্যু হয়। যা ছিল ভারতে করোনায় এক দিনে মৃত্যুর রেকর্ড।

সবশেষ এই তথ্য নিয়ে ভারতে করোনায় সংক্রমিত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৯২ লাখ ৭৪ হাজার ৮২৩। মারা যাওয়া মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৬৩ হাজার ৭৯।

ভারতে টানা চার দিন ধরে ৫ শতাংশের নিচে করোনা রোগী শনাক্ত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৪ দশমিক ৪৮ শতাংশ। আগের তিন দিন শনাক্তের হার ছিল যথাক্রমে ৪ দশমিক ৬৯ শতাংশ, ৪ দশমিক ৬৭ ও ৪ দশমিক ৬২ শতাংশ।

মঙ্গলবার ভারতে ৯২ হাজার ৫৯৬ জনের করোনা শনাক্ত হয়। মারা যান ২ হাজার ২১৯ জন। সোমবার ৮৬ হাজার ৪৯৮ জনের শনাক্ত হয়। মারা যান ২ হাজার ১২৩ জন। রোববার শনাক্ত হয় ১ লাখ ৬৩৬ জন। মারা যান ২ হাজার ৪২৭ জন। শনিবার শনাক্ত হয় ১ লাখ ১৪ হাজার ৪৬০ জন। মারা যান ২ হাজার ৬৭৭ জন। শুক্রবার প্রায় ১ লাখ ২০ হাজার শনাক্ত হয়। মারা যান ৩ হাজার ৩৮০ জন। গত বৃহস্পতিবার প্রায় ১ লাখ ৩২ হাজার শনাক্ত হয়। মারা যান ২ হাজার ৭১৩ জন।

বিশ্বের কোনো দেশে এক দিনে সর্বোচ্চসংখ্যক করোনা রোগী শনাক্তের রেকর্ড ভারতের দখলে। ২২ এপ্রিলের আগপর্যন্ত এ রেকর্ড যুক্তরাষ্ট্রের দখলে ছিল। যুক্তরাষ্ট্রে গত জানুয়ারিতে এক দিনে সর্বোচ্চ ২ লাখ ৯৭ হাজার ৪৩০ জনের করোনা শনাক্ত হয়েছিল।

ওয়ার্ল্ডোমিটারসের সবশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পরই রয়েছে ভারত। ভারতের পর রয়েছে ব্রাজিল। আর মৃত্যুর দিক দিয়ে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পরই রয়েছে ভারত।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.