Sylhet Today 24 PRINT

ভারতে দৈনিক সংক্রমণ কমলেও মৃত্যু ৪ হাজার ছুঁইছুই

আন্তর্জাতিক ডেস্ক |  ১৪ জুন, ২০২১

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে তিন হাজার ৯২১ জন মারা গেছেন। এ পর্যন্ত মারা গেছেন তিন লাখ ৭৪ হাজার ৩০৫ জন।

একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭০ হাজার ৪২১ জনকে শনাক্ত করা হয়েছে। দেশটিতে মোট শনাক্ত হয়েছেন দুই কোটি ৯৫ লাখ ১০ হাজার ৪১০ জন।

গত ২৪ ঘণ্টায় ভারতে সুস্থ হয়েছেন আরও এক লাখ ১৯ হাজার ৫০১ জন। মোট সুস্থ হয়েছেন দুই কোটি ৮১ লাখ ৬২ হাজার ৯৪৭ জন।

সোমবার (১৪ জুন) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিতে এ তথ্য জানানো হয়েছে।

ভারতে সংক্রমণ সবচেয়ে বেশি মহারাষ্ট্রে। এরপর রয়েছে কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, উত্তর প্রদেশ, পশ্চিমবঙ্গ, দিল্লি, ছত্তিশগড় ও রাজস্থান।

গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে শনাক্ত হয়েছেন ১০ হাজার ৪৪২ জন।

ভারতে মোট শনাক্ত দুই কোটি ৯৫ লাখ ১০ হাজার ৪১০ জনের মধ্যে বর্তমানে আক্রান্ত রয়েছেন নয় লাখ ৭৩ হাজার ১৫৮ জন।

ভারতে এখন পর্যন্ত ২৫ কোটি ৩০ লাখ মানুষকে ভ্যাকসিন দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে এনডিটিভির প্রতিবেদনে।

পরিসংখ্যান নিয়ে কাজ করা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, সংক্রমণের দিক থেকে বর্তমানে বিশ্বে ভারতের অবস্থান দুই নম্বরে। ভারতের আগে রয়েছে যুক্তরাষ্ট্র ও পরে ব্রাজিল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.