Sylhet Today 24 PRINT

দৈনিক সংক্রমণ ফের ৪ হাজার পেরুলো

সিলেটটুডে ডেস্ক |  ২১ জুন, ২০২১

দেশে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা কিছুটা কমলেও বেড়েছে শনাক্তের পরিমাণ। করোনা আক্রান্ত হয়ে আগের দিন ৮২ জন মারা গেলেও গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৭৮ জনের।

অন্যদিকে আগের দিনের তুলনায় এদিন শনাক্তের পরিমাণ বেড়েছে। গতদিন ২৪ ঘণ্টায় ৩ হাজার ৬৪১ জনের শরীরে এই ভাইরাসের সংক্রমণ শনাক্ত হলেও গত ২৪ ঘণ্টায় এর পরিমাণ ৪ হাজার ৬৩৬। এটি দুই মাস পর সর্বোচ্চ শনাক্ত। এর আগে গত ২২ এপ্রিল ৪ হাজার ১৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়।

সোমবার (২১ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত বিজ্ঞপ্তিতে গত ২৪ ঘণ্টার করোনা সংক্রমণের এই তথ্য তুলে ধরা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তির তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ২৪ হাজার ৫৭টি নমুনা পরীক্ষার মধ্যে ৪ হাজার ৬৩৬টি নমুনায় করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে ৮ লাখ ৫৬ হাজার ৩০৪টি নমুনায় করোনা সংক্রমণ শনাক্ত হলো।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণের হার পাওয়া গেছে ১৯ দশমিক ২৭ শতাংশ। আর এখন পর্যন্ত দেশে মোট নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণের হার ১৩ দশমিক ৪৮ শতাংশ।

এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠেছেন ২ হাজার ৮২৭ জন। এ নিয়ে দেশে ৭ লাখ ৮৫ হাজার ৪৮২ জন করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠলেন। মোট সংক্রমণের বিপরীতে সুস্থতার হার ৯১ দশমিক ৭৩ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় যে ৭৮ জন মারা গেছেন তা নিয়ে দেশে করোনার সংক্রমণে মৃত্যু হলো ১৩ হাজার ৬২৬ জনের। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫৯ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ নিয়ে মৃতদের মধ্যে ৭২ জন হাসপাতালে মারা গেছেন। বাকি ছয় জন মারা গেছেন বাসায়। এদের মধ্যে ৫৬ জন পুরুষ, ২২ জন নারী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.