Sylhet Today 24 PRINT

ভারতে মৃত্যু কমে বেড়েছে করোনায় আক্রান্তের সংখ্যা

আন্তর্জাতিক ডেস্ক |  ২৪ জুন, ২০২১

ভারতে গত ২৪ ঘণ্টায় ৫৪ হাজার ৬৯ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছেন আরও এক হাজার ৩২১ জন।

বৃহস্পতিবার শনাক্তের সংখ্যা বুধবারের তুলনায় তিন হাজার ২২১টি বেড়েছে, গতকাল ৫০ হাজার ৮৪৮ জনের করোনা শনাক্ত হয়েছিল। তবে, বৃহস্পতিবারের তুলনায় বুধবার মৃত্যুর সংখ্যা কমেছে। গতকাল মৃত্যু হয়েছিল এক হাজার ৩৫৮ জনের।

বৃহস্পতিবার (২৪ জুন) কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য জানিয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সকাল আটটার আপডেট অনুযায়ী, বৃহস্পতিবার ভারতে ৫৪ হাজার ৬৯ জনের করোনা শনাক্ত এবং এক হাজার ৩২১ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে। ফলে, মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিন কোটি ৮২ হাজার ৭৭৮ জনে এবং মৃত্যু তিন লাখ ৯১ হাজার ৯৮১ জনে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের আপডেটে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় ৬৮ হাজার ৮৮৫ জন হাসপাতাল ছেড়েছেন।

ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ বৃহস্পতিবার জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় প্রায় ১,৮৫৯,৪৬৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে এবং মোট নমুনা পরীক্ষার সংখ্যা ৩৯৭,৮৩২,৬৬৭-এ পৌঁছেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.