Sylhet Today 24 PRINT

করোনা সংক্রমণের উচ্চ ঝুঁকিতে দেশের ৪১ জেলা

সিলেটটুডে ডেস্ক |  ২৪ জুন, ২০২১

করোনা সংক্রমণের অতি উচ্চ ঝুঁকিতে দেশের ৪১টি জেলা। এর বেশিরভাগই সীমান্তবর্তী এলাকা। এরমধ্যে খুলনা বিভাগের সব জেলাই রয়েছে সংক্রমণের উচ্চ ঝুঁকিতে।

গত এক সপ্তাহের তথ্য বিশ্লেষণ করে এই তথ্য জানি বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, রাজশাহী ও রংপুর বিভাগের ৫ জেলা বাদে সবগুলোই আছে অতি উচ্চ ঝুঁকিতে। এছাড়া ঢাকাতেও সংক্রমণের ঝুঁকি বেশি।

এদিকে রাজশাহী মেডিকেলে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ১৮ জন। খুলনার দুই হাসপাতালে মারা গেছেন ৬ জন। চুয়াডাঙ্গায় ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার শতভাগ। সংক্রমণ রোধে বেশকয়েকটি জেলায় চলছে লকডাউন।  

গত ৭১ দিনের মধ্যে দেশে বুধবার (২৩ জুন) সর্বোচ্চ করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। ২২ ‍জুন সকাল ৮টা থেকে ২৩ জুন সকাল ৮টা পর্যন্ত পাঁচ হাজার ৭২৭ জন রোগী শনাক্ত হয়েছেন। সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের মধ্যে গত ১৩ এপ্রিল একদিনে ছয় হাজার ২৮ জন শনাক্ত হন বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.