Sylhet Today 24 PRINT

ভারতে করোনায় ফের মৃত্যু ও সংক্রমণ বেড়েছে

আন্তর্জাতিক ডেস্ক |  ২৭ জুন, ২০২১

করোনায় বিপর্যস্ত ভারতে মৃত্যু ও সংক্রমণ থামছে না। আক্রান্ত ও মৃত্যুহার কমে যাওয়ার পর তা আবার সামান্য বেড়েছে।

গত ২৪ ঘণ্টা অর্থ্যাৎ এক দিনে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫০ হাজার ৪০ জন। আর মৃত্যু হয়েছে ১ হাজার ২৫৮ জনের।

কর্তৃপক্ষের বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকাসহ একাধিক সংবাদ মাধ্যম রোববার সকালে এতথ্য জানিয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী,  এখন পর্যন্ত ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ কোটি ২ লাখ ৩৩ হাজার ১৮৩। মোট মৃত্যু হয়েছে ৩ লাখ ৯৫ হাজার ৭৫১ জনের।

দেশে মোট কোভিড সংক্রমণের হার কমে হয়েছে ৭.৪৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হার অবশ্য সামান্য বেড়েছে। এই সময়ে কোভিড সংক্রমণের হার ২.৮২ শতাংশ।

আক্রান্তের তুলনায় এখন দেশে সুস্থতার সংখ্যা বেশি। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৫৭ হাজার ৯৪৪ জন। এখনও পর্যন্ত মোট ২ কোটি ৯২ লাখ ৫১ হাজার ২৯ জন সুস্থ হয়ে উঠেছেন। অর্থাৎ দেশে গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগীর সংখ্যা কমেছে। এই মুহূর্তে দেশে মোট সক্রিয় রোগীর সংখ্যা ৫ লাখ ৮৬ হাজার ৪০৩।

গত ২৪ ঘণ্টায় ভারতে মোট ১৭ লাখ ৭৭ হাজার ৩০৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এখনও পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৪০ কোটি ৪২ লাখ ৬৫ হাজার ১০১ জনের।

অন্যদিকে এক দিনে দেশে ৬৪ লাখ ২৫ হাজার ৮৯৩ জনকে টিকা দেওয়া হয়েছে। টিকাদান শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত ৩২ কোটি ১৭ লাখ ৬০ হাজার ৭৭ জন টিকা পেয়েছেন দেশে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.