Sylhet Today 24 PRINT

ভয়ংকর হতে পারে করোনার ল্যাম্বডা ভ্যারিয়েন্ট

সিলেটটুডে ডেস্ক |  ০৭ জুলাই, ২০২১

মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, করোনাভাইরাসের ডেল্টার ভ্যারিয়েন্টের চেয়েও ভয়ংকর হতে পারে ল্যাম্বডা ভ্যারিয়েন্ট। ইতিমধ্যে এ ভ্যারিয়েন্ট যুক্তরাজ্যসহ ৩০টি দেশে শনাক্ত হয়েছে। মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের টুইটারে এসব তথ্য জানানো হয়।

ল্যাম্বডা ভ্যারিয়েন্ট দক্ষিণ আমেরিকা দেশ পেরুতে প্রথম শনাক্ত হয়। এ ভ্যারিয়েন্টকে এখন পর্যন্ত ‘ভ্যারিয়েন্ট অব ইন্টারেস্ট’ তালিকায় রেখেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটির কর্মকর্তারা বলছেন, এ ভ্যারিয়েন্টের ছড়িয়ে পড়া এবং অ্যান্টিবডির বিরুদ্ধে লড়াই করার সক্ষমতা মূল নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) চেয়েও বেশি বেশি।

সম্প্রতি পেরুতে মোট করোনাভাইরাস আক্রান্তের প্রায় ৮২ শতাংশের শরীরে ল্যাম্বডা ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। এছাড়া পেরুর প্রতিবেশী দেশ চিলিতে ৩০ শতাংশের বেশি রোগী এ ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন। এ দুই দেশের পাশাপাশি ইকুয়েডর, আর্জেন্টিনাসহ দক্ষিণ আমেরিকার আরও কিছু দেশেও এ ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। এর বাইরে অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যসহ ইউরোপের কিছু দেশে ল্যাম্বডা ভ্যারিয়েন্টে আক্রান্ত রোগী পাওয়া গেছে। এদিকে ভারত সরকার বুধবার জানিয়েছে, সেদেশে এখন পর্যন্ত ল্যাম্বডা ভ্যারিয়েন্টে কোনো আক্রান্ত শনাক্ত হননি।

তবে যুক্তরাজ্যে এ পর্যন্ত ল্যাম্বডা ভ্যারিয়েন্টে আক্রান্ত ছয়জনকে শনাক্ত করা হয়েছে। দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ এ ভ্যারিয়েন্টকে ‘তদন্তের আওতাধীন ভ্যারিয়েন্ট’ তালিকায় রেখেছে।

উল্লেখ্য, ল্যাম্বডা গ্রিক বর্ণমালার ১১তম বর্ণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ম অনুযায়ী করোনাভাইরাসের বিভিন্ন ভ্যারিয়েন্টের নামকরণ গ্রিক বর্ণমালায় হচ্ছে। আলফা, ডেল্টা, গামা ইত্যাদি ভ্যারিয়েন্টের পর পেরুতে প্রথম শনাক্ত হওয়া ভ্যারিয়েন্টকে ল্যাম্বডা ভ্যারিয়েন্ট হিসেবে নামকরণ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.