Sylhet Today 24 PRINT

সিলেটে প্রতিদিনই রেকর্ড ভাঙছে করোনা, নতুন শনাক্ত ৪৪২

নিজস্ব প্রতিবেদক |  ০৯ জুলাই, ২০২১

সিলেটে করোনা সংক্রমণের লাগাম কিছুতেই টেনে ধরা যাচ্ছে না। প্রতিদিনই বেড়েছে চলছে সংক্রম। প্রতিদিন শনাক্তের রেকর্ড ভাঙছে।

গত ২৪ ঘন্টায় (বৃহস্পতিবার সকঅল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) সিলেটে করোনা শনাক্ত হয়েছে ৪৪২ জনের। এর আগে কখনোই সিলেটে করোনা শনাক্তের সংখ্যা চার শ’ পেরোয়নি। একই সময়ে সিলেটে মারা গেছেন আরও ৬ জন।

সর্বশেষ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত পূর্বের চব্বিশ ঘন্টায় সিলেট বিভাগে সর্বোচ্চ ৩৮৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছিলেন।

সিলেট বিভাগের করোনা পরিস্থিতির সর্বশেষ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয়।

বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া জানান, সর্বশেষ ২৪ ঘন্টায় সিলেট বিভাগের চার জেলায় ১০২৫ জনের নমুনা পরীক্ষায় ৪৪২ জন করোনা রোগী পাওয়া গেছে। শনাক্তের হার ৪৩.১২ শতাংশ।

তিনি জানান, নতুন রোগীদের মধ্যে সিলেট জেলার ২২৭ জন, সুনামগঞ্জের ৫৬ জন, মৌলভীবাজারের ৬৭ জন ও হবিগঞ্জ জেলার ৪৬ জন রয়েছেন। এছাড়া ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।

ডা. সুলতানা রাজিয়া আরও জানান, সিলেটে নতুন করে মারা গেছেন আরও ৬ জন। এর মধ্যে ৫ জনই সিলেট জেলার, অপরজন মৌলভীবাজারের।

এ নিয়ে সিলেট বিভাগে করোনাক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৮ হাজার ৫৪৭ জনে। সবমিলিয়ে মারা গেছেন ৫১১ জন।

এদিকে, সর্বশেষ চব্বিশ ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৩৬ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা ২৪ হাজার ৬১৪ জনে দাঁড়িয়েছে।

বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) জানান, বর্তমানে সিলেটজুড়ে ৫৫১ জন করোনা রোগী হাসপাতালে ভর্তি আছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.