Sylhet Today 24 PRINT

বিশ্বে করোনায় প্রায় ৪০ লাখ ৪৮ হাজার জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক |  ১৪ জুলাই, ২০২১

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন প্রায় ৪০ লাখ ৪৮ হাজার মানুষ। একইসঙ্গে শনাক্ত হয়েছেন ১৮ কোটি ৭৭ লাখের বেশি।

বুধবার (১৪ জুলাই) সকাল ৯টায় জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টার এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত ১৮ কোটি ৭৭ লাখ ২২ হাজার ৮২৪ জনকে শনাক্ত করা হয়েছে এবং মারা গেছেন ৪০ লাখ ৪৭ হাজার ৯৬৬ জন।

এতে আরও বলা হয়েছে, করোনাভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি শনাক্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে শনাক্ত হয়েছেন তিন কোটি ৩৯ লাখ ১৪ হাজার ৩৯ জন এবং মারা গেছেন ছয় লাখ সাত হাজার ৭৬৩ জন।

আক্রান্তের দিক থেকে বিশ্বে দ্বিতীয় স্থানে থাকা ভারতে শনাক্ত হয়েছেন তিন কোটি নয় লাখ সাত হাজার ২৮২ জন। মৃত্যুর দিক থেকে তৃতীয় স্থানে থাকা ভারতে এ পর্যন্ত মারা গেছেন চার লাখ ১০ হাজার ৭৮৪ জন।

মৃত্যুর দিক থেকে দ্বিতীয় ও সংক্রমণের দিক থেকে তৃতীয় স্থানে থাকা দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে আক্রান্ত হয়েছেন এক কোটি ৯১ লাখ ৫১ হাজার ৯৯৩ জন এবং মারা গেছেন পাঁচ লাখ ৩৫ হাজার ৮৩৮ জন।

এ ছাড়াও, জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টার এ তথ্য অনুযায়ী, এ পর্যন্ত বিশ্বে করোনার টিকা দেওয়া দেওয়া হয়েছে ৩৪৯ কোটি ৪৪ লাখ ৭৪ হাজার ২৬৪ ডোজ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.