Sylhet Today 24 PRINT

সিলেটে আরও ২৯৯ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক |  ২৩ জুলাই, ২০২১

সিলেটের আরও ২৯৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শুক্রবার সিলেটের তিন ল্যাবে তাদের করোনা শনাক্ত হয়।

এরমধ্যে সিলেট ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে ১৭০ জন, শহীদ শামসুদ্দিন হাসপাতালের এন্টিজেন ল্যাবে ২৮ জন এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ১১৮ জনের করোনা শনাক্ত হয়।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব সুত্র জানায়, শুক্রবার ওসমানীর ল্যাবে ১৭০ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।

আর শহীদ শামসুদ্দিন হাসপাতালের এন্টিজেন ল্যাবে ২৮ জনের নমুনা পরীক্ষায় ১১ জনের করোনা শনাক্ত হয়েছে।

এদিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের করোনা পরীক্ষার ল্যাব ইনচার্জ ল্যাব ইনচার্জ নাজমুল হাসান জানান, শাবির ল্যাবে ২৮২ টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১১৮ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।

নতুন শনাক্তদের মধ্যে সিলেট জেলার ৪ জন, সুনামগঞ্জের ৩৫ জন, হবিগঞ্জের ৪৫ জন এবং মৌলভীবাজার জেলার ৩৪ জন রয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.