Sylhet Today 24 PRINT

সিলেটে করোনায় আরও ১১ মৃত্যু

সিলেটটুডে ডেস্ক |  ১৪ আগস্ট, ২০২১

গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন আরও ৩৪৩ জনের দেহে করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়েছে। এই সময়ে বিভাগে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ১১ জনের মধ্যে সিলেট জেলায় ১০ জন ও সুনামগঞ্জে একজন।

আক্রান্তদের মধ্যে ওসমানী হাসপাতালে আছেন ৪১ জন। সিলেট জেলায় শনাক্ত হয়েছেন ১৮০ জন, সুনামগঞ্জের ১৮ জন, মৌলভীবাজারের ৩০ জন ও হবিগঞ্জের ৭৪ জন।

শনিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী সব মিলিয়ে বিভাগে মৃতের সংখ্যা এখন ৮৮৩। এর ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৬৮ জনসহ সিলেট জেলায় মারা গেছেন ৭১২ জন। মৃতদের মধ্যে সুনামগঞ্জের ৬০ জন, মৌলভীবাজারের ৬৭ জন ও হবিগঞ্জের ৪৪ জন রয়েছেন। বিভাগে করোনাক্রান্তের সংখ্যা এখন ৪৮ হাজার ৪৫২ জন। এর মধ্যে ওসমানী হাসপাতালে ৪ হাজার ৫৭ জনসহ সিলেট জেলায় ৩০ হাজার ৯২ জন শনাক্ত হয়েছেন। বাকিদের মধ্যে সুনামগঞ্জের ৫ হাজার ৬০০ জন, মৌলভীবাজারের ৬ হাজার ৯৬৪ জন ও হবিগঞ্জের ৫ হাজার ৭৯৬ জন আছেন।

বর্তমানে সিলেটে ৮৫২ জন করোনা রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। গেল ২৪ ঘণ্টায় বিভাগে সুস্থ হয়েছেন ৫৭৭ জন করোনা রোগী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.