Sylhet Today 24 PRINT

করোনায় আরও ১৮৭ মৃত্যু, শনাক্ত কমে ৬৬৮৪

সিলেটটুডে ডেস্ক |  ১৫ আগস্ট, ২০২১

দেশে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছেন ১৪ লাখ ১৮ হাজার ৯০২ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ২৪ হাজার ১৭৫ জনের।

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে ১৮৭ জনের মৃত্যু হয়েছে। তবে এই সময়ে কমেছে শনাক্তের সংখ্যা, ৬ হাজার ৬৮৪।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে রোববার বিকেলে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দেশে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছেন ১৪ লাখ ১৮ হাজার ৯০২ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ২৪ হাজার ১৭৫ জনের।

২৪ ঘণ্টায় দেশের ৭০৮টি ল্যাবে করোনার ৩৩ হাজার ৩৭১টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২০ দশমিক ২৫ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে পুরুষ ১০১ জন, নারী ৮৬ জন। এর মধ্যে বিশোর্ধ্ব ৪, ত্রিশোর্ধ্ব ১০, চল্লিশোর্ধ্ব ২০, পঞ্চাশোর্ধ্ব ৪০ ও ষাটোর্ধ্ব ৫৮, সত্তরোর্ধ্ব ৩৯, অশীতিপর ১৪ ও নবতিপর ২ জন রয়েছেন।

বিভাগ অনুযায়ী সর্বোচ্চ ৭১ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপরই রয়েছে চট্টগ্রাম বিভাগে ৩৯ জন। এ ছাড়া খুলনায় ১২ জন, রাজশাহীতে ২১, বরিশালে ৮, সিলেটে ১৩, রংপুরে ১৩ ও ময়মনসিংহে ১০ জনের মৃত্যু হয়েছে।

দেশে করোনা প্রথম শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। উদ্বেগ থাকলেও প্রথম কয়েক মাসে ভাইরাসটি সেভাবে ছড়ায়নি। গত শীতে দ্বিতীয় ঢেউ আসার উদ্বেগ থাকলেও সংক্রমণ ও মৃত্যু- দুটোই কমে আসে। একপর্যায়ে পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩ শতাংশের নিচে নেমে যায়, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবেচনায় মহামারি নয়, নিয়ন্ত্রিত পরিস্থিতি।

তবে গত মার্চের শেষ সপ্তাহ থেকে শনাক্তের হার আবার বাড়তে থাকে। দ্বিতীয় ঢেউ নিশ্চিত হওয়ার পর এপ্রিলের শেষ সপ্তাহে ভারতে করোনার নতুন ধরনের কথা জানা যায়। সেই ভ্যারিয়েন্ট আক্রান্তদের দ্রুত অসুস্থ করে দেয়, তাদের অক্সিজেন লাগে বেশি। ছড়ায়ও দ্রুত, তাই মৃত্যুর সংখ্যাও বেশি।

করোনার ঊর্ধ্বগতি ঠেকাতে দফায় দফায় কঠোর বিধিনিষেধ, লকডাউন বা শাটডাউন দেয় সরকার। চার মাসের বেশি সময়ের এই অচলাবস্থার শেষ হয় বুধবার। চালু হয়েছে বাসসহ গণপরিবহন, খুলেছে দোকানপাট। আগামী বৃহস্পতিবার থেকে পর্যটনকেন্দ্রগুলোও খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.