Sylhet Today 24 PRINT

সিলেটে করোনায় মৃত্যু ও শনাক্ত কমেছে

নিজস্ব প্রতিবেদক |  ১৬ আগস্ট, ২০২১

গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৯০২ জন। নতুন করে ৩৫৯ জন শনাক্তসহ বিভাগে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৯ হাজার ২৭১ জন। সিলেট বিভাগে দেশে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৭৩ জনের নমুনা পরীক্ষা হয়েছে।

এর আগে গতকাল রোববার (১৫ আগস্ট) সিলেট বিভাগে ৪৬০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছিল এবং আক্রান্তদের মধ্যে মারা যান ১৩ জন। সেই তুলনায় আজ করোনায় মৃত্যু ও শনাক্ত কমেছে।

সোমবার (১৬ আগস্ট) সকালে করোনাভাইরাসের বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সময়ের মধ্যে সুস্থ হয়েছেন ৩৯১ জন। এ নিয়ে বিভাগে মোট সুস্থ হয়েছেন ৩৭ হাজার ৩৭ জন।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী সব মিলিয়ে বিভাগে মৃতের সংখ্যা এখন ৯০২ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৬৯ জনসহ সিলেট জেলায় মারা গেছেন ৬৫৯ জন। মৃতদের মধ্যে সুনামগঞ্জের ৬১ জন, মৌলভীবাজারের ৬৯ জন ও হবিগঞ্জের ৪৪ জন রয়েছেন।

বিভাগে করোনাক্রান্তের সংখ্যা এখন ৪৯ হাজার ২৭১ জন। এর মধ্যে ওসমানী হাসপাতালে ৪ হাজার ১২০ জনসহ সিলেট জেলায় ২৬ হাজার ৫৪৭ জন শনাক্ত হয়েছেন। বাকিদের মধ্যে সুনামগঞ্জের ৫ হাজার ৬৫১ জন, মৌলভীবাজারের ৭ হাজার ৫৪ জন ও হবিগঞ্জের ৫ হাজার ৮৯৯ জন আছেন।

বর্তমানে সিলেটে ৮৪৮ জন করোনা রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। গেল ২৪ ঘণ্টায় বিভাগে সুস্থ হয়েছেন ৩৯১ জন করোনা রোগী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.