Sylhet Today 24 PRINT

অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজের জন্যে এসএমএস লাগবে না

নিজস্ব প্রতিবেদক |  ২৩ আগস্ট, ২০২১

অ্যাস্ট্রাজেনেকা (কোভিশিল্ড) ভ্যাকসিন প্রথম ডোজ গ্রহণ করে যারা দ্বিতীয় ডোজের জন্যে অপেক্ষা করছেন তাদের এমএমএসের অপেক্ষা শেষ হলো।

স্বাস্থ্য অধিদপ্তর সোমবার এক জরুরি ঘোষণায় জানিয়েছে যারা অ্যাস্ট্রাজেনেকা (কোভিশিল্ড) ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করে দীর্ঘদিন অপেক্ষা করে আছেন, তারা নিকটবর্তী কেন্দ্রে যোগাযোগ করে দ্রুততম সময়ের মধ্যে দ্বিতীয় ডোজ গ্রহণ করতে পারবেন।

আগে যে কেন্দ্রে ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছিলেন সেই কেন্দ্রে ভ্যাকসিন কার্ড ও জাতীয় পরিচয়পত্র প্রদর্শন করলে দ্বিতীয় ডোজ নেওয়া যাবে বলে স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে।

উল্লেখ্য, বাংলাদেশে করোনাভাইরাসের প্রতিরোধে প্রথমে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত এবং ভারতের সেরাম ইন্সটিটিউট উৎপাদিত কোভিশিল্ড ভ্যাকসিন দেওয়া শুরু হয়। এক পর্যায়ে ভারতে করোনার অতি-সংক্রমণ শুরু হলে দেশটি এক পর্যায়ে ভ্যাকসিন রপ্তানি বন্ধ করে দেয়। সম্প্রতি তারা ফের রপ্তানি শুরু করেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.