Sylhet Today 24 PRINT

সিলেটে ২৪ ঘণ্টায় শনাক্ত কমে বেড়েছে মৃত্যু

নিজস্ব প্রতিবেদক |  ২৬ আগস্ট, ২০২১

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা কমে বেড়েছে মৃত্যু। এ সময় ১২ জনের মৃত্যু ও ১৮১ জন শনাক্ত হয়েছে। নতুন মৃত্যুসহ বিভাগে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৭ জন। এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৫২ হাজার ৩৬ জন।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়। এর আগে গতকাল বুধবার অধিদপ্তরের পক্ষ থেকে জানিয়েছিল, আগের ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু ২৩০ জন আক্রান্ত হয়েছিল।

এতে বলা হয়েছে, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করা শনাক্ত হওয়া ১৮১ জনকে নিয়ে সিলেট বিভাগে মোট করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়ালো ৫২ হাজার ৩৬ জনে। যাদের মধ্যে সিলেট জেলায় ২৭ হাজার ৭১০ জন, সুনামগঞ্জে ৬ হাজার ৩৭, হবিগঞ্জ জেলায় ৬ হাজার ২৩৯ জন, মৌলভীবাজারে ৭ হাজার ৬১৬ জন ও সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪ হাজার ৪৩৪ জন।

গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে শনাক্ত হওয়া ১৮১ জন করোনা আক্রান্ত রোগীর ৭৯ জনই সিলেট জেলার বাসিন্দা। এছাড়া বিভাগে সুনামগঞ্জ জেলার ১৯ জন, হবিগঞ্জের ১৮ জন ও মৌলভীবাজার জেলার বাসিন্দা ৪৩ জন। এদিকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ২২ জন রোগীর করোনা শনাক্ত হয়েছে।

সিলেটে বিভাগে বৃহস্পতিবার দৈনিক শনাক্তের হার ১৩ দশমিক শূন্য ১৬ শতাংশ। যার ১৪ দশমিক শূন্য ৩ শতাংশ সিলেট জেলায়, সুনামগঞ্জ ১২ দশমিক ৫০ শতাংশ, হবিগঞ্জে ১১ দশমিক ২৫ শতাংশ ও মৌলভীবাজারে ১২ দশমিক ৫৪ শতাংশ।

সর্বশেষ তথ্য অনুযায়ী, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন আরও ১২ জন রোগী। তাদের ১১ জনই সিলেট জেলার অধিবাসী। আর একজন রোগী সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাস্পাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।। এনিয়ে বিভাগে মৃত্যুবরণ করা মোট রোগীর সংখ্যা ১ হাজার ২৭ জন। এর মধ্যে সিলেট জেলার ৭৪৯ জন, সুনামগঞ্জে ৭০ জন, হবিগঞ্জে ৪৬ জন, মৌলভীবাজারের ৭০ জন ও সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৯২ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩২ জন। এর মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ১৭ জন, একজন হবিগঞ্জে ও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪ জন। সব মিলিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ৬০২ জন। এর মধ্যে শুধু সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন ২২৪ জন রোগী। এছাড়া সিলেটের বিভিন্ন হাসপাতালে ৩০৩ জন, সুনামগঞ্জে ৩৪ জন, হবিগঞ্জে ২১ জন ও মৌলভীবাজারে ২০ জন ভর্তি রয়েছেন।

একইদিনে সিলেট বিভাগে নতুন করে আরও ৪১৪ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠেছেন। যাদের মধ্যে ২৭৬ জন সিলেট জেলার বাসিন্দা। এছাড়া সুনামগঞ্জে ৩০ জন, ৬ জন হবিগঞ্জের ও মৌলভীবাজার জেলার বাসিন্দা ৯৩ জন। এদিকে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে আরও ৯ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এনিয়ে বিভাগে করোনা থেকে সুস্থ হওয়া রোগীর সংখ্যা ৪২ হাজার ২০৫ জন। যাদের মধ্যে সিলেট জেলায় ২৭ হাজার ৯৪৭ জন, সুনামগঞ্জে ৪ হাজার ৬৩৯ জন, হবিগঞ্জ জেলায় ৩ হাজার ৩৪৫ জন, মৌলভীবাজারে ৫ হাজার ৮০৩ জন ও ওসমানী হাসপাতালে ৪৭১ জন।

এদিকে সিলেটের চার জেলায় র‍্যাপিড এন্টিজেন টেস্টের মাধ্যমে ৫৪ জন করোনা রোগী শনাক্ত হয়। যাদের ২০ জন সিলেট, ১০ জন সুনামগঞ্জ, ৪ জন হবিগঞ্জের ও ২০ জন মৌলভীবাজার জেলার। এছাড়া গত চব্বিশ ঘণ্টায় সিলেট বিভাগে ৭৩ জনকে নতুন করে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.