Sylhet Today 24 PRINT

প্রথমবারের মতো হরিণের দেহে করোনাভাইরাস শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক |  ২৯ আগস্ট, ২০২১

করোনাভাইরাসের প্রকোপে বিপর্যস্ত মানবজাতি। বিভিন্ন প্রাণীর দেহেও মিলেছে এই মারণঘাতি ভাইরাস। তবে, এবার এই প্রথম হরিণের দেহে শনাক্ত হলো করোনা।

ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের ওহিও অঙ্গরাজ্যে। দেশটিতে বন্য সাদা লেজওয়ালা হরিণের দেহে করোনার সন্ধান পাওয়া গেছে। দেশটির সরকার সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।

ওহিও স্টেট ইউনিভার্সিটি কলেজ অব ভেটেরিনারি মেডিসিন কর্তৃপক্ষ হরিণ থেকে করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে গত জানুয়ারি-মার্চে। সেই নমুনা পরীক্ষার পর করোনার সন্ধান মেলে। বিষয়টি নিশ্চিত করেছে দেশটির ন্যাশনাল ভেটেরিনারি সার্ভিসেস ল্যাবরেটরি। সূত্র: রয়টার্স।

করোনার মানুষের মধ্যে যে হারে ছড়াচ্ছে সেই তুলনায় প্রাণীদেহে করোনার শনাক্তের হার একেবারেই কম। কর্মকর্তা বলছেন, যেসব প্রাণীর দেহে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে তার বেশিরভাগই করোনা পজিটিভ মানুষের সংস্পর্শে এসেছিল।

গবেষকরা প্রাণীর দেহে করোনা নিয়ে আরো জানার চেষ্টা করছে। কিন্তু তারা বলছেন, প্রাণী যে মানুষের মধ্যে করোনা সংক্রমণ ছড়াবে সেই সম্ভাবনা খুবই কম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.