Sylhet Today 24 PRINT

সিলেটে ৬৩ করোনা রোগী শনাক্তের দিনে মৃত্যু একজনের

নিজস্ব প্রতিবেদক |  ১৩ সেপ্টেম্বর, ২০২১

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে আরও একজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ৬৩ জনের। নতুন একজনহসহ বিভাগে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৩০। আর এ পর্যন্ত শনাক্তের সংখ্যা ৫৩ হাজার ৯৮৯ জন।

সোমবার (১২ সেপ্টেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) হিমাংশু লাল রায় স্বাক্ষরিত প্রতিবেদন থেকে জানা যায়, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় ৯১৬ টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৬৩ জনের শরীরে ধরা পড়ে করোনাভাইরাস। এই ৬৩ জনের মধ্যে ৪২ জন সিলেট জেলার বাসিন্দা। বাকিদের মধ্যে সুনামগঞ্জের ৩, হবিগঞ্জের ৮ এবং মৌলভীবাজার জেলার ১০ জন রয়েছেন।

বিভাগে করোনাভাইরাস শনাক্তের সংখ্যা ৫৩ হাজার ৯৮৯ জনের মধ্যে সিলেট জেলায় ৩৩ হাজার ২৫৩ জন, সুনামগঞ্জে ৬ হাজার ২০০ জন, হবিগঞ্জে ৬ হাজার ৫৭৪ জন ও মৌলভীবাজারে ৭ হাজার ৯৬২ জন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় সিলেটে ২০০ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। সুস্থদের মধ্যে ৬৮ জনই সিলেট জেলার বাসিন্দা। বাকিদের মধ্যে সুনামগঞ্জের ৩৯ জন, ২ জন হবিগঞ্জের ও মৌলভীবাজার জেলার ৯১ জন রয়েছেন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় বিভাগে মারা যাওয়া ব্যক্তি সিলেট জেলার বাসিন্দা। এনিয়ে বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন ১ হাজার ১৩০ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৯৩৯ জন, সুনামগঞ্জে ৭২ জন, হবিগঞ্জে ৪৭ জন এবং মৌলভীবাজার জেলায় ৭২ জন মারা গেছেন।

অপরদিকে, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে ৫ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে ২৫৬ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে ২৩৪ জন, সুনামগঞ্জের হাসপাতালে ৯ জন, হবিগঞ্জের হাসপাতালে ৭ জন ও মৌলভীবাজারের হাসপাতালে ৬ জন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.