Sylhet Today 24 PRINT

সিলেটে করোনায় আরও ৩ মৃত্যু

নিজস্ব প্রতিবেদক |  ১৭ সেপ্টেম্বর, ২০২১

গত ২৪ ঘন্টায় সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এরআগে বৃহস্পতিবার মৃত্যুহীন ছিলো সিলেট। টানা ৯৬ দিন পর এদিন করোনায় পুরো বিভাগে কেউ মারা যাননি।

গত ২৪ ঘন্টায় নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন ৩৮ জন।

স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় থেকে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টার মধ্যে সিলেট জেলায় ৩ করোনা রোগী মারা গেছেন। তাদেরকে নিয়ে বিভাগে মৃতের সংখ্যা এখন ১১৪০ জন।

এর মধ্যে ওসমানীতে ১১৪ জনসহ সিলেট জেলায় মৃতের সংখ্যা ৯৪৯ জন। মৃতদের মধ্যে সুনামগঞ্জের ৭২ জন, মৌলভীবাজারের ৭২ জন ও হবিগঞ্জের ৪৭ জন রয়েছেন।

এদিকে, সর্বশেষ চব্বিশ ঘন্টায় সিলেট বিভাগে ৩৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় শনাক্ত হন ১৯ জন। বাকিদের মধ্যে মৌলভীবাজারের ১৪ জন ও হবিগঞ্জের ৫ জন রয়েছেন। সুনামগঞ্জে কোনো করোনা রোগী পাওয়া যায়নি।

৭৮৯ জনের নমুনা পরীক্ষা করে তাদেরকে শনাক্ত করা হয়। শনাক্তের হার ৪.৮২ ভাগ।

সবমিলিয়ে বিভাগে করোনাক্রান্তের সংখ্যা এখন ৫৪ হাজার ১৭০ জন। এর মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪৭৫৭ জনসহ সিলেট জেলায় শনাক্তের সংখ্যা ৩৩ হাজার ৩৪৫ জন। সুনামগঞ্জের ৬২১৭ জন, মৌলভীবাজারের ৮০১২ জন ও হবিগঞ্জের ৬৫৯৬ জন রয়েছেন শনাক্তের তালিকায়।

সর্বশেষ চব্বিশ ঘন্টায় বিভাগে সুস্থ হয়েছেন ১৮৬ জন। সুস্থ হওয়াদের মোট সংখ্যা এখন ৪৭ হাজার ৩৩৭ জন।

সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় জানান, বর্তমানে ১০৩ জন করোনা রোগী সিলেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.