Sylhet Today 24 PRINT

কমেছে শনাক্ত, বেড়েছে মৃত্যু

নিজস্ব প্রতিবেদক |  ২২ সেপ্টেম্বর, ২০২১

গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) দেশে করোনা শনাক্তের সংখ্যা কমলেও বেড়েছে মৃত্যুর সংখ্যা। একদিনে দেশে আরও ৩৬ জনের মৃত্যু হয়েছে, সংক্রমণ ধরা পড়েছে আরও ১ হাজার ৩৭৬ জনের মধ্যে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তদের নিয়ে দেশে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৪৭ হাজার ১৭৬ জনে। আর তাদের মধ্যে মৃত্যু হয়েছে ২৭ হাজার ৩১৩ জনের।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর আগের ২৪ ঘণ্টায় ১ হাজার ৫৬২ জন নতুন রোগী শনাক্তের খবর দিয়েছিল, মৃত্যু হয়েছিল ২৬ জনের। সে হিসেবে গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমলেও মৃত্যু বেড়েছে।

গত এক দিনে সারা দেশে পৌনে ২৯ হাজার নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাঁড়িয়েছে ৪ দশমিক ৭৯ শতাংশ, যা আগের দিন ৪ দশমিক ৬৯ শতাংশ ছিল।

সরকারি হিসাবে গত এক দিনে দেশে সেরে উঠেছেন ১ হাজার ৪২৭ জন। তাদের নিয়ে এ পর্যন্ত ১৫ লাখ ৬ হাজার ১৩৬ জন সুস্থ হয়ে উঠলেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত এক দিনে সারা দেশে মোট ২৮ হাজার ৭৩৬টি নমুনা পরীক্ষা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৯৫ লাখ ২৭ হাজার ১৫০টি নমুনা। এ পর্যন্ত নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার দাঁড়িয়েছে ১৬ দশমিক ২৪ শতাংশ; মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত বছরের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর।

বিশ্বে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ইতোমধ্যে ৪৭ লাখ ৫ হাজার ছাড়িয়েছে। আর শনাক্ত হয়েছে ২২ কোটি ৯৪ লাখের বেশি রোগী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.