Sylhet Today 24 PRINT

সিলেটে কমেছে মৃত্যু ও শনাক্ত

করোনাভাইরাস

নিজস্ব প্রতিবেদক |  ০১ অক্টোবর, ২০২১

সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু ও নতুন রোগী শনাক্তের সংখ্যা কমেছে। গত ২৪ ঘন্টায় এ বিভাগে ১ জনের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছে ১২ জন।

স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় এমন তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টার মধ্যে সিলেট জেলায় করোনাক্রান্ত হয়ে ১ জন মারা গেছেন। তাদেরকে নিয়ে মৃতের সংখ্যা ১১৬৩ জনে দাঁড়িয়েছে।

এর মধ্যে ওসমানীতে ১১৭ জনসহ সিলেট জেলায় মৃতের সংখ্যা ৯৭২ জন। মৃতদের মধ্যে সুনামগঞ্জের ৭২ জন, মৌলভীবাজারের ৭২ জন ও হবিগঞ্জের ৪৭ জন রয়েছেন।

এর আগে গত বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল ৮টার মধ্যে ৪ জন মারা গিয়েছিলেন।

এদিকে, সর্বশেষ চব্বিশ ঘন্টায় সিলেট বিভাগে ১২ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় শনাক্ত হন ৭ জন। বাকিদের মধ্যে মৌলভীবাজারের ৩ জন ও হবিগঞ্জের ২ জন রয়েছেন। সুনামগঞ্জে কোনো নতুন রোগী শনাক্ত হননি।

৭৪৪ জনের নমুনা পরীক্ষা করে এই ১২ জনকে শনাক্ত করা হয়েছে। শনাক্তের হার ১.৬১ ভাগ।

সবমিলিয়ে বিভাগে করোনাক্রান্তের সংখ্যা এখন ৫৪ হাজার ৫৯৪ জন। এর মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪৮১০ জনসহ সিলেট জেলায় শনাক্তের সংখ্যা ৩৩ হাজার ৬২৫ জন। সুনামগঞ্জের ৬২৩৯ জন, মৌলভীবাজারের ৮১০৩ জন ও হবিগঞ্জের ৬৬২৭ জন রয়েছেন শনাক্তের তালিকায়।

সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় জানান, সর্বশেষ চব্বিশ ঘন্টায় বিভাগে সুস্থ হয়েছেন ৩৩ জন। সুস্থ হওয়াদের মোট সংখ্যা এখন ৪৮ হাজার ১৪২ জন।

তিনি জানান, বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে ৫৫ জন করোনা রোগী ভর্তি আছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.