Sylhet Today 24 PRINT

বেড়েছে মৃত্যু, কমেছে করোনা শনাক্তের হার

নিজস্ব প্রতিবেদক |  ০৫ অক্টোবর, ২০২১

গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) দেশে করোনায় আক্রান্ত ২৩ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

গত একদিনে মৃত্যুর সংখ্যা বাড়লেও শনাক্তের হার আবারও দুইয়ের ঘরে নেমেছে। কমেছে শনাক্তের সংখ্যাও। এছাড়া মঙ্গলবারও দেশের দুই বিভাগ সিলেট ও রংপুরে করোনাক্রান্ত হয়ে কারোর মৃত্যু হয়নি।

গতকাল সোম ও আগের দিন রোববার করোনাক্রান্ত হয়ে মারা যান ১৮ জন, শনিবার ২৪ এবং শুক্রবার এই সংখ্যা ছিল ২১।

অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ২৫ হাজার ৪৯৯ জনের পরীক্ষায় করোনা শনাক্ত হয় ৬৯৪ জনের। গতকাল সোমবার ৭৯৪ জনের করোনায় সংক্রমিত হন। করোনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২.৭২। সোমবার ছিল ৩.১৯, রোববার ২.৯০, শনিবার ৩.৪১, শুক্রবার ৩.৪৩।

এখন পর্যন্ত দেশে করোনায় মারা গেছেন মোট ২৭ হাজার ৬১৪ জন। মোট শনাক্ত ১৫ লাখ ৫৯ হাজার ৪৫২ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, সরকারি হাসপাতালে ১৯ জন এবং ২ জন মারা গেছেন বেসরকারি হাসপাতালে। এছাড়া ২ জন মারা গেছেন বাসা থেকে হাসপাতালে নেওয়ার পথে। মৃতদের মধ্যে ১৩ জন ঢাকায় এবং ৫ চট্টগ্রামের। ১ জন রাজশাহীর, খুলনার ২ জন ও বরিশালের ১ জন। এছাড়া ময়মনসিংহের বাসিন্দা ১ জন। এছাড়া মঙ্গলবারও দেশের দুই বিভাগ সিলেট ও রংপুরে করোনাক্রান্ত হয়ে কারোর মৃত্যু হয়নি।

২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭০৮ জন। এখন পর্যন্ত সুস্থ ব্যক্তির সংখ্যা ১৫ লাখ ২০ হাজার ২৯৬।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.