Sylhet Today 24 PRINT

করোনায় আরও ৮ মৃত্যু, শনাক্তের হার ১.২৫ শতাংশ

সিলেটটুডে ডেস্ক |  ৩০ অক্টোবর, ২০২১

করোনাভাইরাসের আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) ৮ জনের মৃত্যু হয়েছে। এসময় নতুন করে আরও ১৬৬ জনের দেহে করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়।

গতকাল শুক্রবার করোনায় ৭ জনের মৃত্যু হয়। বৃহস্পতিবার ৬ জন, বুধবার এই সংখ্যা ছিল ৭, মঙ্গলবার ৬, সোমবার ছিল ৫। এছাড়া রোববার ও শনিবার মৃত্যু হয় ৯ জনের।

গত ২৪ ঘণ্টায় অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ১৩ হাজার ২৪০ জনের নমুনা পরীক্ষা করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

গত ২৪ ঘন্টায় করোনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১.২৫ শতাংশ। শুক্রবার ছিল ১.৭১, বৃহস্পতিবার ১.৫০, বুধবার ছিল ১.৫৩, মঙ্গলবার ১.৪৪, সোমবার ছিল ১.৩৯, রোববার ১.৪৯ শতাংশ।

এখন পর্যন্ত দেশে করোনায় মারা গেছেন মোট ২৭ হাজার ৮৬২ জন। মোট শনাক্ত ১৫ লাখ ৬৯ হাজার ৩২৮ জন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.