Sylhet Today 24 PRINT

করোনায় কমেছে মৃত্যু, বেড়েছে শনাক্তের সংখ্যা

সিলেটটুডে ডেস্ক |  ১৩ ডিসেম্বর, ২০২১

গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে নতুন করে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এ পর্যন্ত ২৮ হাজার ৩১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ৩৮৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়।

এর আগেরদিন দেশে করোনায় ৬ জনের মৃত্যু হয়েছিল এবং  ৩২৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছিল। সেই তুলনায় আজ মৃত্যু কমলেও শনাক্ত বেড়েছে।

সোমবার (১৩ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ও কোভিড-১৯ ইউনিটের প্রধান ডা. মো. ইউনুস স্বাক্ষরিত বিশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২২ হাজার ৩৭ জনের নমুনা পরীক্ষা করা হলে ৩৮৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এ নিয়ে দেশে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৫ লাখ ৭৯ হাজার ৭১০ জনে। যেখানে শনাক্তের হার ১ দশমিক ৭৫। একদিনে নতুন করে সুস্থ হয়েছেন ২৬৭ জন।এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৫ লাখ ৪৪ হাজার ৪১৭ জন।

২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনের মধ্যে দুইজন পুরুষ ও একজন নারী। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে দুইজন ও ৬১ থেকে ৭০ বছরের মধ্যে একজন রয়েছে। এদের মধ্যে ঢাকা বিভাগের একজন, রাজশাহী দুইজন, ও খুলনা দুইজন রয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.