Sylhet Today 24 PRINT

দেশে অমিক্রনের আরও ৩ রোগী শনাক্ত

সিলেটটুডে ডেস্ক |  ২৯ ডিসেম্বর, ২০২১

দেশে আরও তিনজনের দেহে করোনাভাইরাসের নতুন ধরন অমিক্রন শনাক্ত হয়েছে। এই নিয়ে মোট অমিক্রনে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল সাতজনে।

ভাইরাসের জিনোম সিকোয়েন্সের ডেটা সংরক্ষণ প্রতিষ্ঠান গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা ডেটা (জিআইএসএআইডি) থেকে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে জানানো হয়, বুধবার দিবাগত রাতে বাংলাদেশের আরও তিনজনের শরী‌রে অমিক্রন শনাক্ত হওয়ার তথ্য জমা পড়েছে। নমুনাগুলোর জিনোম সিকোয়েন্স করেছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র (আইসিডিডিআরবি)।

অমিক্রনে শনাক্ত হওয়া নতুন তিনজনই ঢাকা বিভাগের।

জিআইএসএআইডি ওয়েবসাইটে গত সোমবার জানানো হয়েছিল, দেশে আরও একজনের শরীরে অমিক্রন ধরা পড়েছে।

এর আগে করোনাভাইরাসের নতুন ধরনটি দেশের আরও দুজনের শরীরে শনাক্ত হওয়ার তথ্য দিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে বাংলাদেশে প্রথম অমিক্রন শনাক্তের তথ্য দেয়া হয় ১১ ডিসেম্বর। জিম্বাবুয়ে সফর করে আসা বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের দুই সদস্যের শরীরে করোনার এই ধরন শনাক্ত হয়। তারা বর্তমানে সুস্থ আছেন। সে হিসেবে দেশে বর্তমানে অমিক্রনে আক্রান্ত রোগীর সংখ্যা পাঁচজন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.