Sylhet Today 24 PRINT

ভারতে অমিক্রনের সংক্রমণ ঊর্ধ্বমুখী

সিলেটটুডে ডেস্ক |  ২৯ ডিসেম্বর, ২০২১

বছর শেষে ভারতে ফের ঊর্ধ্বমুখী করোনার গ্রাফ, প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে অমিক্রনে আক্রান্ত রোগী।

দেশটির স্বাস্থ্যমন্ত্রণালয় বুধবার সকালে জানায়, সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ৯১৯৫ জন। অথচ আগের দিনর সংক্রমণ ছিল ৬৩০০-র আশেপাশে। অর্থাৎ, একদিনে শনাক্ত বেড়েছে ৪৪ শতাংশ।

একই সময়ে মারা গেছে ৩০২ জন।

ভারতে অমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৮১। সব মিলিয়ে মোট আক্রান্ত ৩ কোটি ৪৮ লাখ ৮ হাজার ৮৮৬ জন।

স্থানীয় সংবাদমাধ্যম জানাচ্ছে, অমিক্রনের দাপট রুখতে একাধিক রাজ্য নতুন করে কড়া কভিডবিধির পথে হাঁটছে। দিল্লি, মুম্বাইয়ের মতো জনবহুল শহরে জারি হয়েছে নাইট কারফিউ-সহ নানা নিষেধাজ্ঞা।

পরিসংখ্যান বলছে, দিল্লিতে একদিনে ৭০ শতাংশ ও মুম্বাইয়ে ৫০ শতাংশ লাফিয়ে বেড়েছে শুধু অমিক্রনে আক্রান্তের হার। এই মুহূর্তে দিল্লিতে অমিক্রন আক্রান্তের সংখ্যা দেশটির মধ্যে সর্বোচ্চ ২৩৮। বন্ধ রাখা হয়েছে স্পা, জিম ও পার্লার। বিয়ে ছাড়া কোনো বড় জমায়েত করা যাবে না। মেট্রোয় ৫০ শতাংশ যাত্রী যাতায়াত করতে পারবে না বলে জানিয়ে দিয়েছে কেজরিওয়াল সরকার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.