Sylhet Today 24 PRINT

করোনাভাইরাস: ভারতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ

সিলেটটুডে ডেস্ক |  ০৩ জানুয়ারী, ২০২২

ভারতে করোনাভাইরাসের সংক্রমণ আবারও বাড়ছে। সোমবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ৩৩ হাজার ৭৫০ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।

সোমবার সকালে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, সোমবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভারতে মৃত্যু হয়েছে ১২৩ জনের। এ নিয়ে ভারতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৮১ হাজার ৮৯৩ জনে।

এর আগের ২৪ ঘণ্টায় ভারতে ২৭ হাজার ৫৫৩ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছিল। এই হিসেবে সোমবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় নতুন রোগী বেড়েছে ২২ শতাংশ। বর্তমানে ভারতে সংক্রিয় রোগীর সংখ্যা ১ লাখ ৪৫ হাজার ৫৮২ জন।

এদিকে ভারতে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের সংক্রমণও বাড়ছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত নভেম্বরে ভারতে ওমিক্রন প্রথম শনাক্ত হওয়ার পর সোমবার সকাল পর্যন্ত দেশটিতে করোনার এই ধরনের আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৭০০ জনে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ভারতের মহারাষ্ট্র ও দিল্লিতে ওমিক্রনের সংক্রমণ বেশি। এ পর্যন্ত দেশটিতে ওমিক্রনে মোট সংক্রমিত ১ হাজার ৭০০ জনের মধ্যে ৫১০ জনই মহারাষ্ট্রের বাসিন্দা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.