Sylhet Today 24 PRINT

করোনা: সংক্রমণ ফের হাজারের কোটা ছাড়িয়েছে

সিলেটটুডে ডেস্ক |  ০৬ জানুয়ারী, ২০২২

দেশে করোনা ভাইরাসের সংক্রমণ আবারও বাড়তে শুরু করেছে। একইসঙ্গে বাড়ছে মৃত্যুর সংখ্যা। বৃহস্পতিবার সকাল পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় সংক্রমণের সংখ্যা এক হাজার ছাড়িয়ে গেছে। এ সময়কালে করোনা সংক্রমিত হয়ে মারা গেছে সাতজন।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে বৃহস্পতিবার বিকেলে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সকাল পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় এক হাজার ১৪০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছে সাতজন। সংক্রমণের এই হার গত ২৯ সেপ্টেম্বরের পর থেকে সর্বোচ্চ। ওইদিন এক হাজার ১৭৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছিল। এ নিয়ে দেশে এ পর্যন্ত করোনা ধরা পড়েছে ১৫ লাখ ৮৯ হাজার ৯৪৭ জনের দেহে। মোট মৃত্যু হয়েছে ২৮ হাজার ৯৭ জনের।

গত ২৪ ঘণ্টায় ৮৫২টি ল্যাবে ২৩ হাজার ৪৩৫ টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার ৪ দশমিক ৪৬। এর চেয়ে বেশি শনাক্তে হার ছিল গত ২০ সেপ্টেম্বর। সেদিন শনাক্তের হার ছিল ৫ দশমিক ৬৭ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া সাতজনের মধ্যে পাঁচজন পুরুষ। বাকি দু’জন নারী। তাদের মধ্যে পঞ্চাশোর্ধ্ব ২, ষাটোর্ধ্ব ৪ ও সত্তরোর্ধ্ব একজন। বিভাগ অনুযায়ী ঢাকার একজন, চট্টগ্রামের চারজন এবং রাজশাহী ও রংপুর বিভাগের একজন করে রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.