Sylhet Today 24 PRINT

ভারতে মে মাসের পর একদিনে সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক |  ১০ জানুয়ারী, ২০২২

ভারতে এক দিনে শনাক্ত কোভিড রোগীর সংখ্যা এক লাখ ৭৯ হাজার ছাড়িয়েছে। এটি গেল বছরের মে মাসের পর সর্বোচ্চ। এর মধ্যে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের রোগী শনাক্ত হয়েছে ৪ হাজারের বেশি।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় মোট এক লাখ ৭৯ হাজার ৭২৩ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে।

দৈনিক শনাক্ত রোগীর এই সংখ্যা আগের দিনের চেয়ে ১৩ দশমিক ২৯ শতাংশ বেশি। আর সাপ্তাহিক গড় হিসেবে শনাক্ত রোগী বেড়েছে ৭ দশমিক ৯২ শতাংশ।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, সব মিলিয়ে ভারতে এ পর্যন্ত শনাক্ত কোভিড রোগীর সংখ্যা দাঁড়িয়েছে তিন কোটি ৫৭ লাখ ১০ হাজারে। রোববার আরও ১৪৬ জনের মৃত্যুতে মহামারী শুরুর পর থেকে এ পর্যন্ত মৃতের মোট সংখ্যা চার লাখ ৮৩ হাজার ৯৩৬ জনে পৌঁছেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.