Sylhet Today 24 PRINT

শনাক্ত এক লাফে সাড়ে চার হাজার

সিলেটটুডে ডেস্ক |  ১৪ জানুয়ারী, ২০২২

করোনা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। বিধিনিষেধের দ্বিতীয় দিনে রোগী ও শনাক্তের হার দিয়েছে নতুন লাফ।

গত বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত দেশে ২৪ ঘণ্টায় ৪ হাজার ৩৭৮ জন নতুন রোগী পাওয়ার কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

শুক্রবার বিকেলে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২৪ ঘণ্টায় এই পরিমাণ রোগী গত ২৬ আগস্টের পর সর্বোচ্চ। সেদিন দেশে এক দিনে ৪ হাজার ৬৯৮ জন রোগী পাওয়ার কথা জানানো হয়েছিল।

আগের দিন ২৪ ঘণ্টায় দেশে রোগী পাওয়া যায় ৩ হাজার ৩৫৯ জন। অর্থাৎ এক দিনেই রোগী বেড়েছে ১ হাজার ৩৩৯ জন।

রোগী বাড়ার পাশাপাশি বেড়েছে পরীক্ষার বিপরীতে শনাক্তের হার। গত ২৪ ঘণ্টায় যত নমুনা পরীক্ষা করা হয়েছে, তাদের মধ্যে ১৪ দশমিক ৬৬ শতাংশ নমুনায় ভাইরাসের উপস্থিতির প্রমাণ মিলেছে।

এর চেয়ে বেশি হারে রোগী শনাক্ত হয় গত ২৫ আগস্ট। সেদিন পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ১৪ দশমিক ৭৬ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষাও আগের দিনের চেয়ে বেশি হয়েছে। ৮৫৩টি পরীক্ষাগারে ২৯ হাজার ৮৭১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। আগের দিন নমুনা পরীক্ষা হয়েছিল ২৭ হাজার ৯২০টি। অর্থাৎ করোনার উপসর্গও বেশি দেখা যাচ্ছে, যা আবার গণসংক্রমণের প্রমাণ হিসেবে দেখা হচ্ছে।

রোগী এক লাফে সাড়ে চার হাজার, শনাক্তের হার ছাড়াল ১৪

তবে রোগী ও সংক্রমণ হার বাড়লেও মৃত্যু কমেছে। আগের দিন ২৪ ঘণ্টায় দেশে ১২ জনের মৃত্যুর তথ্য জানানো হলেও গত এক দিনে তা কমে হয়েছে ছয়জন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত ভাইরাসটিতে মারা গেছেন ২৮ হাজার ১২৯ জন।

গত ২৪ ঘণ্টায় প্রাণ হারানো ব্যক্তিদের মধ্যে পুরুষ দুজন ও চাজন নারী। এদের মধ্যে ২০ ঊর্ধ্ব, ৩০ ঊর্ধ্ব, ৪০ ঊর্ধ্ব ও ৫০ ঊর্ধ্ব, ৬০ ঊর্ধ্ব ও ৭০ ঊর্ধ্ব একজন করে।

এদের মধ্যে তিনজন ঢাকা বিভাগে। চট্টগ্রাম বিভাগে মারা গেছেন দুজন এবং রাজশাহী বিভাগে মারা গেছেন একজন। এদের সবাই হাসপাতালে ভর্তি ছিলেন।

গত ৭ জানুয়ারি করোনার তৃতীয় ঢেউয়ের প্রাথমিক প্রমাণ দিয়ে শনাক্তের হার ৫ শতাংশ ছাড়িয়ে যাওয়ার পর প্রতিদিনই বেড়েছে শনাক্তের হার। এক দিন ছাড়া রোগীর সংখ্যাও বেশি পাওয়া গেছে প্রতিদিন। যেদিন রোগী কম পাওয়া গিয়েছিল, সেই দিনটি ছিল শনিবার। তার আগের দিন শুক্রবার নমুনা পরীক্ষা কম হওয়া এর কারণ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার নীতিমালা অনুযায়ী দেশ এখন করোনার তৃতীয় ঢেউয়ে- এটি স্পষ্টতই বোঝা যাচ্ছে। তবে বিষয়টি নিশ্চিত হতে হলে আরও ছয় দিন অপেক্ষা করতে হবে।

গত ৪ অক্টোবর করোনার দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণে আসার তিন মাস পর ৭ জানুয়ারি সংক্রমণের হার ৫ দশমিক ৬৭ শতাংশ ছাড়ায়। এরপর টানা আট দিন সংক্রমণের হার ৫ শতাংশের বেশি পাওয়া গেছে। টানা ১৪ দিন এটি পাওয়া গেলে তৃতীয় সংক্রমণের বিষয়টি নিশ্চিত হয়ে যাবে।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথমবারের মতো করোনা শনাক্ত হওয়ার পর এখন পর্যন্ত রোগী পাওয়া গেছে ১৬ লাখ ৯ হাজার ৪২ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫২ হাজার ৩০৬ জন।

করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কার মধ্যে বৃহস্পতিবার থেকে দেশে নতুন করে বিধিনিষেধ শুরু হয়েছে। অবশ্য যেসব নিষেধাজ্ঞা দেয়া হয়েছে, তার মধ্যে বলতে গেলে কোনো কিছুই পালন হচ্ছে না।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.